Ranveer Allahbadia: বিতর্কিত মন্তব্যে সমালোচনা, খারাপ সময়ে টিম ইন্ডিয়ার দুই তারকাই রণবীর এলাহাবাদিয়ার পাশে ছিলেন!
Ranveer Allahbadia Controversy: India's Got Latent নামক কমেডি শোয়ে এক বিতর্কিত মন্তব্য ঘিরে গোটা দেশ উত্তাল হয়েছিল।তাঁর নামে দায়ের হয়েছিল গুচ্ছ গুচ্ছ এফআইআর।

নয়াদিল্লি: রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) India's Got Latent নামক কমেডি শোয়ে এক বিতর্কিত মন্তব্য ঘিরে গোটা দেশ উত্তাল হয়েছিল। তাঁর নামে দায়ের হয়েছিল গুচ্ছ গুচ্ছ এফআইআর। মামলা গড়ায় সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেই খারাপ সময়ে তাঁর পাশে ছিলেন দুই ভারতীয় ক্রিকেটার। তাঁরা আর কেউ নন, পাণ্ড্য ভাইয়েরা। রণবীর সম্প্রতি নিজের এক পডকাস্টে দাবি করেন হার্দিক (Hardik Pandya) ও ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে কথা বলেই নিজের জীবনের উদ্দেশ্য ফিরে পান এবং নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন।
রণবীর জানান তিনি হালেই হার্দিকের সঙ্গে কথা বলছিলেন এবং সেইসময়ই তিনি তাঁকে জানান যে খারাপ সময় কাটিয়ে অবশেষে সবকিছু আবার স্বাভাবিক হচ্ছে। তার জবাবে হার্দিক তাঁকে বলেন, 'আমাকে হার্দিক ও ক্রুণাল ওই খারাপ সময়টায় অনেক সাহায্য করেছেন। এই তো কালই আমি হার্দিকের সঙ্গে কথা বলছিলাম। ওঁকে বলছিলাম যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রত্যুত্তরে ওঁ বলেন যে এটা ভাল কথা কিন্তু আবারও কোনও না কোনওদিন খারাপ সময় ফিরে আসবে। তাই নিজের প্রস্তুতি, প্রক্রিয়ার ওপর গুরুত্ব দাও।'
হার্দিক নিজেও অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। গত বছরই রোহিত শর্মার বদলে তারকা অলরাউন্ডার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রবল সমালোচনা, কটাক্ষের শিকার হন। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা মুম্বইয়ের মাঠেই হার্দিককে 'বু' করেন। কিন্তু সময় যে বদল হয়, সেটার সঙ্গে ভালভাবেই ওয়াকিবহল তিনি। এই সব সমালোচনার পরপরই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সেই বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ওভারটা হার্দিক পাণ্ড্য়ই করেন। মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ হাতে তাঁর বের হওয়ার ছবিটা এখন আইকনিক ছবিগুলির অন্যতম। হয়তো নিজের জীবন থেকেই শিক্ষা নিয়ে রণবীরকেও খারপ সময় চলাকালীন পরামর্শ দিয়েছিলেন হার্দিক।
Ranveer Allahbadia about Hardik Pandya & Krunal Pandya helping him in tough times:
— Johns. (@CricCrazyJohns) August 12, 2025
"Both Hardik & Krunal helped me a lot in this phase - I was talking to Hardik yesterday, I told 'Hey man, times are getting better' - he told 'Good, because times will get worse again, there for… pic.twitter.com/xQtn70A72D
রণবীর জানান তাঁর খারাপ সময়ে হার্দিক তাঁকে বলেন, 'শুধুই দক্ষতা ও খাটা খাটনির ওপর নজর দাও। বাইরে থেকে কে কী বলছে, তা যতই ভাল বা খারাপ, যাই হোক না কেন, তার কোনও গুরুত্ব নেই।' এই চিন্তাধারাই তাঁকে পুনরায় সব ঠিকঠাক করতে সাহায্য করেছে বলে দাবি রণবীর এলাহবাদিয়ার।




















