Indian Railways: রেল টিকিটে ফের ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা? নিয়ম ফিরিয়ে আনতে প্রস্তাব সংসদে
Indian Railways Senior Citizen: এই নিয়ম কার্যকর হলে আবারও প্রবীণ নাগরিকরা টিকিটে ছাড় (Concessional Ticket) পেতে শুরু করবেন।
কলকাতা: ট্রেনে ভ্রমণকারীদের জন্য ফের সুখবর আসছে। আশার খবর রয়েছে প্রবীণ নাগরিকদের জন্যও। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে একটি সংসদীয় স্থায়ী কমিটি পরামর্শ দিয়েছে যে প্রবীণ নাগরিকদের জন্য ভাড়া ছাড়গুলি পুনরায় চালু করার জন্য।
এই নিয়ম কার্যকর হলে আবারও প্রবীণ নাগরিকরা টিকিটে ছাড় (Concessional Ticket) পেতে শুরু করবেন। দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে না আনার জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রেলকে।
ভারতীয় রেলওয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য ভাড়ায় ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। মহিলাদের জন্য টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এই ছাড়গুলি মেল/এক্সপ্রেস/রাজধানী/শতাব্দী/দুরন্ত ট্রেন গ্রুপের সমস্ত ক্লাসে দেওয়া হয়েছিল। ২০ মার্চ, ২০২০-এ করোনার সময় সেগুলি প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়ুন, সামান্য স্বস্তি! আগামীকাল থেকে মেন লাইনে ট্রেন চলাচল আংশিক স্বাভাবিক
পিটিআই-এর মতে, বিজেপি সাংসদ রাধা মোহন সিংয়ের সভাপতিত্বে রেলওয়ের স্থায়ী কমিটির তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সোমবার সংসদের উভয় কক্ষে পেশ করা হয়েছিল। যদিও রেলের তরফে এখনও এ বিষয়ে কিছু জানান হয়নি।
রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে যে প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রেলওয়ের তরফে বিবেচনা করা হচ্ছে, এই ছাড় আগের থেকে আলাদা হতে পারে। এ নিয়ে স্থায়ী কমিটি কাজ করছে। প্রবীণ নাগরিকদের অন্তত স্লিপার এবং থ্রি এসি-তে ছাড় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংসদীয় প্যানেল প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটের ছাড় বহালের সুপারিশ করেছে।
চলতি অর্থ বছরে, রেল গত কয়েক বছরের তুলনায় ভাল আয় করেছে। রেলের আয় বৃদ্ধির কারণে যাত্রীরা টিকিটে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় ফিরিয়ে আনার দাবি করছেন অনেকেই।