ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ৬১ লক্ষ পার, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
মৃত্যুহার কমে ১.৫৭ শতাংশ, সুস্থতার হার ছাড়াল ৮৩ শতাংশ
![ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ৬১ লক্ষ পার, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু India's COVID-19 tally crosses 61-lakh mark with a spike of 70,589 new cases and 776 deaths reported in the last 24 hours ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ৬১ লক্ষ পার, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/29151117/corona-18.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে আক্রান্ত ৬১ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ৯৬ হাজার পার। ২৭ দিন পর দেশে মৃতের সংখ্যা হাজারের নীচে। দেশে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতা।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৩১৮ জনের। একদিনে মৃত ৭৭৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৩৯।
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০ হাজার ৫৮৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮২ হাজার ১৭০। দেশে মোট আক্রান্ত ৬১ লক্ষ ৪৫ হাজার ২৯২।
একদিনে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮৭৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭৪ হাজার ৮৯৩। দেশে মোট সুস্থ ৫১ লক্ষ ১ হাজার ৩৯৮।
দেশে মৃত্যু হার ১.৫৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৮৩.০১ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৪২ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৭ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৪১টি নমুনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)