Indigo Flight: কোচি থেকে যাওয়ার কথা ছিল দিল্লি, ইন্ডিগোর বিমানে আচমকাই বোমাতঙ্ক !
Indigo Flight 6E 2706 Emergency Landing Getting Bomb Threat: দিল্লিগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ! নাগপুর এয়ারপোর্টে করানো হল জরুরি অবতরণ..

নয়াদিল্লি: আমদাবাদ বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) এখনও এক সপ্তাহও পার হয়নি। এদিকে দেশজুড়েই একের পর এক অঘটনের খবর প্রকাশ্যে আসছে। এবার দিল্লিগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমানে মিলল বোমা হামলার হুমকি (Bomb Threat) ! নাগপুর এয়ারপোর্টে ইন্ডিগোর ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়।
এদিকে, বোমা হামলার হুমকি পেয়ে, কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। এদিন সকাল ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ , ইন্ডিগোর ফ্লাইট ৬ই ২৭০৬ বোমা হামলার হুমকি পাওয়ার পর নাগপুর বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। করা হয়েছে তল্লাশি। এই মুহূর্তে বিষয়টি তদন্তের অধীনে রয়েছে। 'বিমানে সন্দেহজনক কিছু মেলেনি', বলে জানিয়েছেন নাগপুরের DCP।
সদ্য গতকাল যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। মাঝ-আকাশ থেকেই ফেরত পাঠানো হয়েছিল দিল্লিতে। সোমবার বিকেল ৪ টে ২৫ মিনিট নাগাদ, এয়ার ইন্ডিয়ার AI 9695 দিল্লির মাটি ছেড়ে যায়। হিসেব অনুযায়ী, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটেই রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা IANS এর খবর অনুযায়ী, অনির্দিষ্ট প্রযুক্তিগত ত্রুটির জন্য, শেষ অবধি ওই বিমানকে দিল্লিতেই ফেরৎ পাঠানো হয় বলে নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে আজ মধ্যরাতে (মঙ্গলবার ১৭ জুন) এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে, মুম্বই যাচ্ছিল, AI 180 বিমান। আচমকাই ওই বিমানে ধরে পড়ে যান্ত্রিক ত্রুটি। মুম্বই পৌঁছনোর কথা ছিল ঠিক ৪ টে বেজে ৫০ মিনিট নাগাদ। কিন্তু এয়ার ইন্ডিয়ার ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় আরও কোনও ঝুঁকি নেওয়া হয়নি। কলকাতা বিমানবন্দরে ৫ টা বেজে ২০ মিনিট নাগাদ নামিয়ে নিয়ে আসা হয় যাত্রীদের।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এয়ারক্র্যাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পরীক্ষা করে জানান, যান্ত্রিক গোলযোগ গুরুতর, যন্ত্রাংশ পাল্টানো প্রয়োজন। এরপর বোয়িং বিমানটিকে এয়ারক্র্যাফট অন গ্রাউন্ড (AOG) ঘোষণা করা হয়। অর্থাৎ ওড়ার জন্য প্রস্তুত নয় ওই বিমান। এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের নিয়ে যাওয়া হয় হোটেলে। কলকাতার মতোই এদিন দুর্ভোগে পড়তে হয় আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের। দুর্ঘটনার ৫ দিনের মাথায় সোমবার প্রথম আমদাবাদ থেকে লন্ডনে উড়ে গেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। মঙ্গলবারই বিপত্তি।বিমান যাত্রীদের অভিযোগ,বোর্ডিংয়ের সময় জানানো হয় বিমান বাতিল করা হয়েছে।






















