এক্সপ্লোর
Advertisement
বাড়ির ছাদে ছিটকে পড়ল ১০ কোটি টাকার উল্কাপিণ্ড, রাতারাতি কপাল ফিরল ইন্দোনেশিয়ার এই বাসিন্দার
অত্যন্ত বিরল এই পাথরের টুকরো অন্তত ৪.৪ বিলিয়ন বছরের পুরনো। প্রতি গ্রামে এর ওজন ৬৪৫ পাউন্ড বা প্রায় ৬৩,০০০ টাকা।
জাকার্তা:ভগবান যখন দেন, তখন সত্যি সত্যিই ছাদ ফুঁড়েই দেন। ইন্দোনেশিয়ার জোসুয়া হুতাগালাংয়ের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। বাড়ির টিনের চাল ভেঙে আকাশ থেকে এসে পড়েছে মস্ত এক উল্কাপিণ্ড, দাম তার ৯.৮ কোটি টাকা। জোসুয়াকে আর পায় কে!
জোসুয়া বলেন, ভারী ওই পাথরের পতনের অভিঘাতে তাঁর পুরো বাড়ি কাঁপছিল। ছুঁয়ে দেখেন, তখনও তা গরম। অনেকে বলেন, তা উল্কাপিণ্ড, তাঁরও মনে হয়, এমন অন্যরকম চেহারার এত বড় পাথর কারও পক্ষে বদমায়েশি করে তাঁর বাড়ি ছুঁড়ে দেওয়া সম্ভব নয়। এ নিয়ে খোঁজখবর শুরু করেন তিনি। জানা যায়, ওটি সত্যিই উল্কাপিণ্ড, CM1/2 কার্বনেসিয়াস কনড্রাইট। অত্যন্ত বিরল এই পাথরের টুকরো অন্তত ৪.৪ বিলিয়ন বছরের পুরনো। প্রতি গ্রামে এর ওজন ৬৪৫ পাউন্ড বা প্রায় ৬৩,০০০ টাকা।
শোনা যাচ্ছে, জোসুয়া তা ৯.৮ কোটি টাকায় বেচে দিয়েছেন জারেড কলিন্স নামে এক মার্কিন সংগ্রাহককে। কলিন্স আবার তা বিক্রি করেছেন আর এক সংগ্রাহকের কাছে। আর ছপ্পড় ফুঁড়ে নেমে আসা এই পাথরের দৌলতে জোসুয়া আজ কোটিপতি। এখনই চাকরিবাকরি ছেড়ে দিতে চান, ঈশ্বরের দৌলতে বড়লোক হয়ে গিয়ে নিজের গ্রামে একটি গির্জা বানিয়ে দিতে চান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement