India Pakistan News: জলের বিরাট ঘাটতি, গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের! 'সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে’, জানালেন জয়শঙ্কর
Indus Water Treaty: পাকিস্তানকে কড়া বার্তা এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ফের ভারতের অবস্থান স্পষ্ট করলেন এস জয়শঙ্কর।

নয়া দিল্লি: সংঘর্ষ বিরতি হলেও সিন্ধু জলবণটন চুক্তি রদই থাকবে বলে বুঝিয়ে দিয়েছে ভারত। সিন্ধু জলণটন চুক্তি স্থগিত রাখার ফল এখন থেকেই ভুগতে শুরু করেছে পাকিস্তান। এবার ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠি লিখে জল চাইল তারা। সূত্রের খবর, ভারতের সিন্ধু-সিদ্ধান্তে পাকিস্তানের কৃষিকাজে ইতিমধ্যেই ২১ শতাংশ জলের ঘাটতি দেখা দিয়েছে।
এরই মধ্যে পাকিস্তানকে কড়া বার্তা এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ‘পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে’, ফের ভারতের অবস্থান স্পষ্ট করলেন এস জয়শঙ্কর।
সূত্রের খবর, সিন্ধু জলচুক্তি স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ইসলামাবাদ। জলশক্তি মন্ত্রকে চিঠি লিখেছেন, পাক জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা। যেখানে তিনি জানিয়েছেন, ভারতের জলচুক্তি স্থগিতের কারণে পাকিস্তানে খরিফ ফসলের জন্য বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
পাকিস্তানের কৃষিকাজের বেশিরভাগ অংশের সেচের জন্য সিন্ধু ও চন্দ্রভাগা- নদীর ওপর নির্ভরশীল। জল না পেলে কী দশা হবে পাকিস্তানের, চন্দ্রভাগার জল কয়েক ঘণ্টা বন্ধ রেখে, কয়েকদিন আগেই তা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে গত ৫ মে ইসলামাবাদে জরুরি আলোচনায় বসে পাকিস্তানের Indus River System Authority. যেখানে বলা হয়, চন্দ্রভাগা নদীতে জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বাকি মরশুমে চাষের জলের ঘাটতি পূরণ হবে না।
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'ভারতের স্পষ্ট কথা, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।'
অন্যদিকে, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি, এয়ার বেস ধ্বংসের পর এবার ভারতে ই-কমার্স সাইটে পাকিস্তানের পতাকা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হল। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি জানিয়েছে, ভারতে অনলাইনে পাকিস্তানের পতাকা বা সংশ্লিষ্ট সামগ্রী বিক্রি করা যাবে না। এই ধরনের পণ্য অনলাইনে থাকলে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অনলাইন শপিং সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে CCPA. সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী।






















