Infosys: প্রায় ৬০০ 'ফ্রেশার'-কে ছাঁটাই করল ইনফোসিস কর্তৃপক্ষ, কিন্তু কেন?
Layoffs: জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে।
Infosys: উইপ্রোর পর এবার ইনফোসিস। সূত্রের খবর, কয়েকশো ফ্রেশারকে ছাঁটাই করেছে ইনফোসিস সংস্থা। কারণ এই ফ্রেশাররা ইনফোসিসের আয়োজন করা একটি internal fresher assessment (FA) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ভারতের আইটি কোম্পানি ইনফোসিস প্রায় ৬০০ জন ফ্রেশারকে ছাঁটাই করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। গতমাসে উইপ্রো কর্তৃপক্ষও ৪০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছিল তাঁদের পারফরম্যান্সের নিরিখে। এবছরের পরীক্ষায় একটি দলের ১৫০ জনের মধ্যে ৬০ জন উত্তীর্ণ হতে পেরেছে বলে খবর। তার আগের ব্যাচে একটি দলে ১৫০ জনের মধ্যে প্রায় ৮৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তাঁরাও internal fresher assessment (FA) টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। এমনটাই শোনা গিয়েছে, সূত্র মারফত।
জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। সেখানে সব ফ্রেশারদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে। এই পরিসংখ্যান অবশ্য গত কয়েক মাসের। অর্থাৎ মোট ৬০০ ফ্রেশারকে ছাঁটাই করা হয়েছে। দু'সপ্তাহ আগে ২০৮ জন ফ্রেশারকে সরিয়ে দিয়েছিল ইনফোসিস কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত অবশ্য ইনফোসিসের তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এর আগে উইপ্রো সংস্থা ৪০০ কর্মীকে বরখাস্ত করার পর জানিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে এই কর্মীদের পারফরম্যান্স দীর্ঘদিন ধরেই বেশ খারাপ ছিল। আর সেই নিরিখে তাঁদের ছাঁটাই করা হয়েছে।
Dell Layoffs: এবার কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পরিকল্পনা ডেল (Dell) সংস্থার। শোনা যাচ্ছে, বিশ্বের স্তরে ৫ শতাংশ ওয়ার্ক ফোর্স (Work Force) কমাতে চলেছে ডেল কর্তৃপক্ষ। প্রায় ৬৬৫০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই পর্যায়ের কর্মী ছাঁটাইয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে ডেল সংস্থার সিইও জেফ ক্লার্ক এর আগে কোম্পানিতে খরচ নিয়ন্ত্রণের জন্য নিয়োগ বন্ধ করার পাশাপাশি কর্মীদের কোথাও যাতায়াতের ক্ষেত্রেও কড়াকড়ি করেছিলেন। তবে বর্তমানে সেই পদ্ধতিতে আর সংস্থার খরচ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। আর তাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ডেল কর্তৃপক্ষ। এর আগে কোভিডকালেও কর্মী ছাঁটাই করেছিল ডেল সংস্থা। তবে কত সংখ্যক কর্মী কাজ হারিয়েছিলেন তা জানা যায়নি। নতুন করে যে কর্মী ছাঁটাই প্রক্রিয়া হতে চলেছে সেখানে কোন কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সূত্রের খবর, এবারের কর্মী ছাঁটাইয়ের পরে সংস্থায় ৩৯ হাজারের কাছাকাছি কর্মী থাকতে চলেছে।
আরও পড়ুন- ফের চিনা অ্যাপে কোপ! কোন বিপদ থেকে বাঁচতে কড়া হল কেন্দ্র