ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য, করোনার ভ্যাকসিন তৈরির দাবি আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের
কোভিড নাইন্টিন ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ফল ইতিবাচক।
![ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য, করোনার ভ্যাকসিন তৈরির দাবি আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের American University claiming, they have made vaccine for corona ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য, করোনার ভ্যাকসিন তৈরির দাবি আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/04003258/Covid.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নোভেল করোনা সংক্রমণে গোটা বিশ্বে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই উদ্বেগের মধ্যেই আশার কথা শোনাল আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়। পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, কোভিড নাইন্টিন ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ফল ইতিবাচক। বিজ্ঞানীরা জানিয়েছেন, সার্স এবং মার্স এই দুটি ভাইরাসের সঙ্গে কোভিড নাইন্টিনের অনেক মিল রয়েছে। নতুন এই ভাইরাসকে কীভাবে পরাস্ত করতে হবে, তা ইঁদুরের ওপর পরীক্ষা করে ইতিবাচক ফল মিলেছে দাবি পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের।
ভ্যাকসিন আবিষ্কার প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার এবিপি আনন্দকে জানিয়েছেন, “এমনিতে একটি ভ্যাকসিন তৈরি করতে ন্যূনতম ১৮ মাস থেকে ২ বছর সময় লাগে। তবে এই পরিস্থিতিতে যদি প্রতিষেধক খুব তাড়াতাড়িই তৈরি চেষ্টা করা হয়, সেটা ভাল। তবে সেটা যেন স্বাস্থ্যকর হয়, তা মাথায় রাখতে হবে।”
তাঁর আরও বক্তব্য, করোনাভাইরাসের প্রতিকার হিসেবে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় একটি বিশেষ প্যাচের ব্যবহারের কথা ভাবছে। সেই প্যাচে মাইক্রো নিডল থাকে। যা রোগীর শরীরে লাগাতে হবে। এতে রক্তের মাধ্যমে মানব দেহে অ্যান্টিবডি তৈরি হবে।
পড়ুন: 'চিকিৎসকদের পাথর ছুড়বেন না, ওঁরাই এই পরিস্থিতিতে রক্ষাকর্তা' আর্তি ঋষি, প্রীতি, জাভেদ, অমিতাভের
চিকিৎসক কুণাল সরকার এও জানান, “ভারতে একটি সংস্থা এই ভ্যাকসিন তৈরির কাজ করছে। তবে তারা মানব দেহের নাক দিয়ে তা প্রয়োগের চেষ্টা করছে।”
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)