এক্সপ্লোর
Advertisement
সংযুক্ত আরব আমিরশাহীতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত এক ভারতীয়, চলছে চিকিৎসা
রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, চিন ও ফিলিপিন্সের একজন করে নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক ভারতীয়। তাঁর চিকিৎসা চলছে। সংযুক্ত আরব আমিরশাহীর স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হওয়া এক ব্যক্তির সংস্পর্শে আসেন ওই ভারতীয়। এরপরেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।’
রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, চিন ও ফিলিপিন্সের একজন করে নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে জানা যায়, চিনের উহান থেকে দুবাইয়ে ছুটি কাটাতে আসা একই পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিন থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আসা আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিন সহ বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বহু ব্যক্তির মৃত্যু হলেও, সংযুক্ত আরব আমিরশাহীতে এখনও কারও মৃত্যু হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement