আমেরিকাকে ফ্রি-তে মাস্ক বিলি করবেন, প্রথম ট্যুইটেই ভাইরাল আলিবাবার কর্ণধার জ্যাক মা
করোনা মোকিবলায়া আমেরিকাকে সাহায্য আলিবাবা-র।
সাংহাই: করোনা মোকিবলায়া আমেরিকাকে সাহায্য আলিবাবা-র। ৫ লক্ষ করোনা টেস্টিং কিট এবং ১ মিলিয়ন মাস্ক বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাল আলিবাবা গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং স্পেনে করোনা পরীক্ষার কিট ও মাস্ক পাঠাবে জ্যাক মায়ের এই ই-কমার্স সংস্থা।
আজই ট্যুইটারে এসেছেন জ্যাক মা। আর প্রথম ট্যুইটেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তিনি। ‘সাংহাই থেকে প্রথমবার করোনা পরীক্ষার কিট ও মাস্ক আমেরিকায় পাঠানো হচ্ছে। বন্ধু আমেরিকাকে অল দ্য বেস্ট জানাচ্ছি।’
The first shipment of masks and coronavirus test kits to the US is taking off from Shanghai. All the best to our friends in America. ???? pic.twitter.com/LTn26gvlOl
— Jack Ma (@JackMa) March 16, 2020
জ্যাক মা-র এই ট্যুইট ইতিমধ্যেই ৪ হাজারের ওপরে রিট্যুইট হয়েছে। ৯ হাজার কমেন্ট সহ হাজার হাজার ট্যুইটার ব্যবহারকারি এই ট্যুইট লাইক করেছেন। ১২ ঘণ্টার মধ্যেই প্রায় এক লক্ষ ট্যুইটার ফলোয়ারও হয়ে গিয়েছে জ্যাক মা-র।
Through a donation of 500,000 testing kits and 1 million masks, we join hands with Americans in these difficult times. pic.twitter.com/tGviVhC6Gx
— Jack Ma Foundation (@foundation_ma) March 13, 2020