এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আকাশছোঁয়া দাম, টমেটোর গয়না পরে দেশের আর্থিক বেহাল দশাকে বিদ্রুপ করলেন এই পাকিস্তানি কনে
এখন বিয়ের পর বরের কাছে একটাই দাবি, সে রোজ বাজার থেকে টমেটো কিনে এনে দেবে তাকে।
কলকাতা: সোনা, হীরেমুক্তো নয়, গায়ে চড়িয়েছেন টমেটোর গয়না। লাল টুকটুকে টমেটো দিয়ে মাথার টিকলি, গলার মালা, হাতের চুড়ি। কানে ঝুলছে টমেটোর দুল। মন্দ দেখাচ্ছে না। কিন্তু সোনার বদলে হঠাৎ টমেটো কেন। পাকিস্তানি এই কনে জানালেন, দেশে সোনার দাম যেমন আকাশ ছুঁয়েছে, তেমনই দুর্মূল্য টমেটো। তাই সোনার বদলে টমেটো পরে বিয়ে করতে মনস্থ করেছেন তিনি।
নববধূ জানিয়েছেন, বিয়ের উপহার হিসেবে বাবা মায়ের কাছ থেকে তিন সুটকেস ভর্তি টমেটো পেয়েছেন তিনি। আর এখন যা বাজার, টমেটো উপহার দেওয়া মানে সব থেকে দামী উপহারটা দেওয়া। এই উপহার দেখে তাঁর গোটা পাড়া নাকি বিস্ময়ে থ হয়ে গিয়েছে, তাঁর মনে হয়, ১০ বছর তিনি যদি এই টমেটো জমিয়ে রাখতে পারেন, তবে বড়লোক হয়ে যাবেন। এখন বিয়ের পর বরের কাছে একটাই দাবি, সে রোজ বাজার থেকে টমেটো কিনে এনে দেবে তাকে।
Tomato jewellery. In case you thought you've seen everything in life.. pic.twitter.com/O9t6dds8ZO
— Naila Inayat नायला इनायत (@nailainayat) November 18, 2019
তবে শুনে ঠাট্টা বলে মনে হলেও টমেটো কিন্তু পাকিস্তানে মোটেই ইয়ার্কির বস্তু নয়। করাচির সবজি বাজারে টমেটো যাচ্ছে ৩২০ টাকা প্রতি কেজি করে। চোরদের হাত থেকে নিজের নিজের টমেটো রক্ষা করতে ব্যবসায়ীরা বন্দুক হাতে নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের অবশ্য দাবি, পাক অর্থনীতি ঠিক দিকেই এগোচ্ছে।
Pak economy finally heading in right direction as more of our economic reforms bear fruit: Pak's current account turned into surplus in Oct 2019, for first time in 4 yrs. Current account balance was +$99 mn in Oct 2019 compared to -$284 mn in Sept 2019 & -$1,280 mn in Oct 2018
— Imran Khan (@ImranKhanPTI) November 19, 2019
যদিও অর্থনীতির হাঁড়ির হাল উল্টোটাই সাক্ষ্য দিচ্ছে। কীভাবে এমন মারাত্মক দামী হয়ে গেল সামান্য টমেটো? অনেকে দোষ দিচ্ছেন পাক সরকারের কৃষি নীতিকে, অসময়ে বৃষ্টিও টমেটো চাষের ক্ষতি করেছে। আবার শোনা যাচ্ছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার প্রতিবাদে পাকিস্তান যে ওয়াঘা সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দিয়েছে, তার ফলে সে দেশের মানুষের পাতে আর টমেটোর তরকারি পড়ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement