Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Congress on Modi: মহাকাশ অভিযানে সাফল্যের নিরিখে একের পর এক মাইলফলক ছুঁয়েছে ISRO.
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মহাকাশ অভিযানে যেতে পারেন বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. সেই নিয়ে এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিল কংগ্রেস। মহাকাশে ঘুরতে যাওয়ার আগে 'নন বায়োলজিক্যাল' প্রধানমন্ত্রী একবার মণিপুর ঘুরে আসতে পারেন বলে কটাক্ষ করেছে তারা। (Narendra Modi in Space)
মহাকাশ অভিযানে সাফল্যের নিরিখে একের পর এক মাইলফলক ছুঁয়েছে ISRO. এই মুহূর্তে মহাকাশে মানুষ পাঠানোর 'গগনযান' অভিযান নিয়ে ব্যস্ত ভারতীয় বিজ্ঞানীরা। সেই আবহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ISRO-র প্রধান এস সোমনাথ। 'গগনযান' অভিযান চালু হলে প্রধানমন্ত্রী মোদিকে মহাকাশে নিয়ে যেতে পারলে গর্ব অনুভব করবেন বলে জানান তিনি। (Congress on Modi)
সেই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মহাকাশে যাওয়ার আগে, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর মণিপুর যাওয়া উচিত'। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ এবং বিদ্রুপও শুরু হয়ে গিয়েছে। ISRO-র ঘোষণায় স্বস্তি পেলেন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
Before He goes into space, the non-biological Pradhan Mantri should go to Manipurhttps://t.co/ILVyolIVk2
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 4, 2024
আরও পড়ুন: Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'গগনযান' অভিযান নিয়ে কথা বলেন সোমনাথ। সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর কাঁধে আরও অনেক দায়-দায়িত্ব রয়েছে যদিও, মহাকাশে মানুষ পাঠানোর অভিযানের কৃতিত্ব আর্জন করতে চাইছি আমরা। বিশেষ করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোশ্চরদের প্রশিক্ষণের দিকে তাকিয়ে রয়েছি।"
সোমনাথ আরও বলেন, "দেশের প্রধানকে মহাকাশে পাঠানোর ক্ষমতা অর্জন করলে, তা আমাদের সকলের জন্য গর্বের বিষয় হবে।" তবে তার জন্য 'গগনযান' অভিযানে সাফল্য পাওয়া অত্যন্ত জরুরি বলে জানান তিনি। 'গগনযান' অভিযান সফল হলেই মহাকাশে মানুষ পাঠানোর কাজে নিজেদের যোগ্যতা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেন সোমনাথ।
সোমনাথ জানিয়েছেন, 'গগনযান' অভিযান সফল হলে VIP ব্যক্তিগণও মহাকাশে যেতে পারেন। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। মোদিকেও সেই তালিকায় রাখা হবে কি না জানতে চাইলে বলেন, "আমি অন্তত খুশিই হব। আমার মনে হয়, ওঁর কাঁধে আরও অনেক দায়িত্ব রয়েছে। তবে আমরা এটা করতে পারলে আনন্দতিই হব। মহাকাশে মানুষ পাঠানোর কাজেই লিপ্ত আমরা।"
তাহলে কি আগামী দিনে প্রধানমন্ত্রী মহাকাশে যেতে পারেন? জবাবে সোমনাথ বলেন, "যখনই সেই কৃতিত্ব (মহাকাশে মানুষ পাঠানোর) কৃতিত্ব অর্জন করব আমরা, দেশের প্রধান আন্তর্জাতিক স্পেস স্টেশনে যতে পারবেন। আমাদের দেশের মাটি থেকে, আমাদের মহাকাশযানে চেপেই যেতে হবে তাঁকে। আপাতত এই টুকুই বলব। গগনযান অভিযানের জন্য অপেক্ষা করছি, যাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারি। শুধু আমি নয়, দেশে প্রধানকে মহাকাশে পাঠানোর যোগ্যতা অর্জন করতে পারলে সকলেই গর্ব অনুভব করবেন।" সোমনাথের এই মন্তব্য নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস।