Vaishno Devi: আগুন গ্রাসে বৈষ্ণোদেবী মন্দিরের পার্শ্ববর্তী এলাকা, রাতের আঁধারে জ্বলে উঠল জঙ্গল
Vaishno Devi Temple Fire breaks: মঙ্গলবার মন্দির লাগোয়া জঙ্গলে হঠাৎি আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
নয়া দিল্লি: জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার রাস্তায় জঙ্গলে লাগল ভয়াবহ আগুন। মঙ্গলবার মন্দির লাগোয়া জঙ্গলে হঠাৎি আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এলাকাবাসী থেকে ভক্তরাও। আঁধারে সেই দৃশ্যও রীতিমত ভয় ধরানো।
যদিও জানা গিয়েছে, কিছুক্ষণের চেষ্টাতেই ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ভক্তদের মন্দির যাত্রায় কোনও প্রভাব পড়েনি।
চলতি বছরের জুনেও বৈষ্ণোদেবী মন্দির চত্বরে আগুন লেগেছিল। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল মন্দির চত্বর। সেই সময় কোনওক্রমে প্রাণ বাঁচান নিরাপত্তারক্ষীরা। যদিও সেই সময় লকডাউন চলায় মন্দিরে ভক্তদের উপস্থিত কম ছিল।
জানা যায়, মূল মন্দির চত্বরের কিছু দূরে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। মন্দিরে কোষাগারে আগুন লাগার খবর মেলে, তবে তার সত্যতা জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
সেই মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল, লকডাউনের জেরে কোনও পুণ্যার্থী সেসময় মন্দিরে উপস্থিত না থাকায়, বড় রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গিয়েছিল। নয়ত বড় রকমের ক্ষতি হয়ে যেত পারত। প্রাণ যেতে পারত বহু মানুষের। সেই সময় শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও জানিয়েছিলেন কোনও বড় ক্ষতি বা প্রাণহানি এই ঘটনায় হয়নি।
অন্যদিকে, হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টে গতকাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজ শুরু হল শাট ডাউনের কাজ। শ্রমিকরা কারখানার ভিতরে গিয়ে শাট ডাউনের কাজ শুরু করেছেন। গতকাল ওই রিফাইনারি প্লান্টে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। আহত বেশ কয়েকজন শ্রমিককে গ্রিন করিডর করে আনা হয়েছে কলকাতায়। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।