এক্সপ্লোর
কাঁচি দিয়ে স্ত্রীকে খুন, দেহের পাশে বসে মোবাইলে গেম খেলল স্বামী
জামাই বিক্রম সিংহের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন নিহতের বাবা-মা।
যোধপুর: স্ত্রীর পেটে কাঁচি ঢুকিয়ে খুন করে পাশে বসে মোবাইলে গেম খেলছিল স্বামী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের বিজেএস কলোনিতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্ত্রী রোজগার করেন, সে বেকার। এই রাগে রবিবার রাতে স্ত্রী শিব কানওয়ারকে খুন করে অভিযুক্ত বিক্রম সিংহ। অনুশোচনা তো দূরের কথা, খুনের পর দুটি ফোন করে সে। প্রথম ফোনটি করে স্ত্রীর বাবা-মাকে, দ্বিতীয়টি পুলিশকে। দুবারই বিক্রম স্বীকার করে নেয়, সেই তার স্ত্রীর খুনি। পুলিশকে সে বলেছে, সে বুঝতেই পারেনি কী করেছে। খুনের সময় তার প্যানিক অ্যাটাক হয় বা ফিট হয়ে গিয়েছিল।
স্ত্রী, দুই সন্তানকে নিয়ে যোধপুরের বিজেএস কলোনিতে বাস করত বিক্রম। কিন্তু দীর্ঘদিন রোজগার না থাকায় সে হতাশায় ভুগছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সংসার চালাতে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন তাঁর স্ত্রী। পরে একটি কোঅপারেটিভে কাজ পান। স্ত্রীয়ের রোজগার মেনে নিতে পারেনি অভিযুক্ত, জানিয়েছেন ডিসিপি ধর্মেন্দ্র সিংহ যাদব।
ময়নাতদন্তের পরে শিব কানোয়ারের মা-বাবার হাতে মেয়ের দেহ তুলে দিয়েছে পুলিশ। জামাই বিক্রম সিংহের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন নিহতের বাবা-মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement