এক্সপ্লোর

Julian Assange Free: ইরাক-আফগানিস্তানে নিরীহদের হত্যা নিয়ে আমেরিকার গোপন নথি ফাঁস, আজ জেল থেকে বেরোলেন আসাঞ্জ

Julian Assange: দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয় আসাঞ্জের।

ওয়াশিংটন: আফগানিস্তান, ইরানে কীভাবে হামলা চালাচ্ছে আমেরিকা, নিরীহ মানুষের উপর কী নিদারুণ অত্যাচার চলছে, সেই নিয়ে রিপোর্ট তৈরি করে তাঁর সংস্থা। আমেরিকা সরকারের  একের পর এক গোপন ফাইল ফাঁস করে দেয় তারা। সেই নিয়ে গত দেড় দশক ধরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা WikiLeaks-কে নিয়ে টানাপোড়েন চলছিল। এবার আমেরিকার সঙ্গে সমঝোতা করে দীর্ঘদিনের কারাবাস কাটিয়ে বেরোলেন সংস্থার মালিক জুলিয়ান আসাঞ্জ। (Julian Assange Free)

 দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয় আসাঞ্জের। ঠিক হয়, দেশের সেনাবাহিনীর গোপন নথি ফাঁস নিয়ে আদালতে দোষ স্বীকার করবেন তিনি। বেআইনি ভাবে তিনি আমেরিকার সেনার গোপন ফাইল হাতিয়েছিলেন এবং তা ফাঁস করে দিয়েছিলেন বলে মেনে নেবেন।  গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন করেছেন বলে স্বীকার করবেন। বিনিময়ে আমেরিকার বিচারবিভাগ তাঁকে মুক্ত করবে। সেই মতো মঙ্গলবার ব্রিটেনের বেলমার্শ ম্যাক্সিমাম সিকিওরিটি জেল থেকে মুক্তি পেলেন আসাঞ্জ। মোট ১ হাজার ৯০১ দিন ওই জেলে বন্দি ছিলেন তিনি। (Wikileaks Espionage Case)

এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, আসাঞ্জ এখন মুক্ত। ব্রিটেন ছেড়েছেন তিনি। বুধবার সকালে আমেরিকার ভূখণ্ডে হাজির হবেন তিনি।  মারিনা আইল্যান্ড আদালতে দোষ স্বীকার করলে আসাঞ্জকে ৬২ মাসের সাজা শোনানো হতে পারে বলে খবর, ব্রিটেনের জেলে কাটানো পাঁচ বছরও তার অন্তর্ভুক্ত। অর্থাৎ নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন তিনি। 

আরও পড়ুন: Hajj Death: তীব্র গরমের জের, হাজারের বেশি হজ যাত্রীর মৃত্যুর কথা জানাল সৌদি আরব

আমেরিকার সেনার গোপন নথি প্রকাশের জেরে ২০১০ সালে খবরের শিরোনামে উঠে আসেন আসাঞ্জ। অভিযোগ ওঠে, আমেরিকার সেনা গোয়েন্দা বিভাগের বিশ্লেষক চেলসি ম্যানিংকে দিয়ে কূটনৈতিক এবং সামরিক নথিপত্র চুরি করান তিনি। পরে সেগুলি নিজের ওয়েবসাইটে প্রকাশ করে দেন। সেনার গোপন নথি প্রকাশ করে আসাঞ্জ আমেরিকার জাতীয় নিরাপত্তার উপর বিপদ ডেকে এনেছেন যেমন, তেমনই আমেরিকা এবং তাদের বন্ধুদেশগুলির ক্ষতি করে শত্রুপক্ষকে সুবিধা পাইয়ে দিয়েছেন। 

আসাঞ্জের সংস্থা WikiLeaks যে নথিপত্র প্রকাশ করেছিল, তাতে ইরাকে আমেরিকার অভিযান সংক্রান্ত ৪ লক্ষ নথি ছিল। ওই গোপন নথি অনুযায়ী, ইরাকে নিরীহগ মানুষদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ এসেছিল আমেরিকার হাতে। হাজার হাজার ইরাকি নাগরিক কচুকাটা হচ্ছেন বলে খবর ছিল পেন্টাগনের কাছে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৃশংস ভাবে হত্যা করা হয় ১ লক্ষ ৯ হাজার মানুষকে, যাঁদের মধ্যে নিরীহ ইরাকি নাগরিকের সংখ্যা ছিল ৬৬ হাজার ৮১, শত্রুপক্ষ বলে চিহ্নিত করা হয় ২৩ হাজার ৯৮৪ জন নিহতকে ইরাকি সেনার ১৫ হাজার ১৯৬ জন মারা যান, জোটসেনার ৩ হাজার ৭৭১ জন প্রাণ হারান।

২০০৭ সালের একটি ভিডিও-ও প্রকাশ করে WikiLeaks, যাতে আমেরিকার অ্যাপাচে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানোর দৃশ্য ধরা পড়ে।  এত মানুষের মৃত্যুর খবর থাকা সত্ত্বেও আমেরিকা তা রুখতে কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করা হয়। এমনকি নিরীহ নাগরিকদের মৃত্যুর পরিসংখ্যান নেই বলে যে দাবি করা হয় পেন্টাগনের তরফে, তাও অসত্য বলে উঠে আসে। মানুষের সামনে সত্য তুলে ধরতেই ওই গোপন নথি ফাঁস করা হয়েছে বলে সেই সময় জানান আসাঞ্জ। 

আফগানিস্তান যুদ্ধ নিয়েও ৯০হাজার নথি প্রকাশ করে WikiLeaks, তাতে বলা হয়, কোনও রকম বিচার ছাড়া তালিবান নেতাদের ধরামাত্র মেরে ফেলার জন্য 'ব্ল্যাক ইউনিট' গড়া হয় গোপনে। তালিবানের হাতে যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পৌঁছে গিয়েছিল, সেই তথ্য চাপা দেওয়া হয়। আমেরিকা এবং জোট সেনা ড্রোনের মাধ্যমে নির্বিচারে হামলা চালিয়েছে আফগানিস্তানে, এমন তথ্যও উঠে আসে। তালিবান, বোমা, গুলি, অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র পাচ্ছে কোথা থেকে, সেই প্রশ্ন যেমন ওঠে, তেমনই বারাক ওবামা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এতে। যদিও সেই সময় ওবামা সরকার পূর্বতন সরকারের গাফলতি ছিল বলে পাল্টা দাবি করে। 

WikiLeaks ওই সব গোপন তথ্য ফাঁস করার পর, শোরগোল পড়ে যায় সর্বত্র। এই ঘটনায় ৩৫ বছরের সাজা হয়েছে ম্যানিংয়ের। সরকারি নথি ফাঁস, গুপ্তচর আইন লঙ্ঘনের দায়ে জেলে রয়েছেন তিনি। যদিও ২০১৭ সালে তাঁর সাজা কমানোর আর্জি মঞ্জুর করেন ওবামা। সার বছর জেল খেটে বেরিয়ে আসেন তিনি। 

অন্য দিকে, আসাঞ্জ প্রথমে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। একটি মামলায় ইংল্যান্ডের আদালত তাঁকে সুইডেনে প্রত্যর্পণের নির্দেশ দিলে রাজনৈতিক আশ্রয় পান তিনি। ২০১৯ সালে ইকুয়েডকর সরকার আসাঞ্জকে আশ্রয় দেওয়া থেকে হাত তুলে নেয়। এর পর তাঁকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। সেই থেকে জেলে ছিলেন। জেলে ২x৩ মিটারের কুঠুরিতে আসাঞ্জকে একাকী ফেলে রাখা হয় বলে জানায় Wikileaks. বিভিন্নমহল থেকে এ নিয়ে আপত্তি উঠলেও আসাঞ্জের পরিস্থিতি পাল্টায়নি। সংবাদজগতে তো বটেই, পৃথিবীর সর্বত্র নায়কে পরিণত হন আসাঞ্জ। বাক স্বাধীনতার উপর রাষ্ট্রের আঘাতের বিরুদ্ধে যে লড়াই, তার মুখ হয়ে ওঠেন আসাঞ্জ। অস্ট্রেলিয়ায় তাঁর স্ত্রী-সন্তান জুলিয়ানের জন্য অপেক্ষা করছেন।

আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

LSG vs DC: লখনউয়ের মাঠে বাংলার ক্রিকেটারদের জয়জয়কার, ৮ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস
লখনউয়ের মাঠে বাংলার ক্রিকেটারদের জয়জয়কার, ৮ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস
Kashmir Attack : কাশ্মীর হামলার প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে ? পুলওয়ামা, মুম্বই হামলার সময় কী হয়েছিল ?
কাশ্মীর হামলার প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে ? পুলওয়ামা, মুম্বই হামলার সময় কী হয়েছিল ?
SSC Scam: শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না: চাকরিহারাদের প্রতিনিধি
শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না: চাকরিহারাদের প্রতিনিধি
Kashmir Terror Attack: খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর
খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর
Advertisement
ABP Premium

ভিডিও

Primary Tet: ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড দের দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে অভিযান | ABP Ananda LIVEKashmir News:কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুমিছিল ।এখনও অধরা হামলাকারী জঙ্গিরা, উপত্যকার চিরুনি তল্লাশিKashmir News: হামলাস্থল থেকে ৪০ মিটার দূরে সীমান্তের ওপারে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা !Kashmir News: পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত নৌসেনা আধিকারিক | নিয়ে আসা হল দেহ । কান্নায় ভাঙল পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LSG vs DC: লখনউয়ের মাঠে বাংলার ক্রিকেটারদের জয়জয়কার, ৮ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস
লখনউয়ের মাঠে বাংলার ক্রিকেটারদের জয়জয়কার, ৮ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস
Kashmir Attack : কাশ্মীর হামলার প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে ? পুলওয়ামা, মুম্বই হামলার সময় কী হয়েছিল ?
কাশ্মীর হামলার প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে ? পুলওয়ামা, মুম্বই হামলার সময় কী হয়েছিল ?
SSC Scam: শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না: চাকরিহারাদের প্রতিনিধি
শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না: চাকরিহারাদের প্রতিনিধি
Kashmir Terror Attack: খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর
খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর
IPL 2025: প্রাক্তন দলের ঘরের মাঠে এক ইনিংসেই কোহলি, ওয়ার্নারদের পিছনে ফেলে সর্বকালীন ইতিহাস কেএল রাহুলের
প্রাক্তন দলের ঘরের মাঠে এক ইনিংসেই কোহলি, ওয়ার্নারদের পিছনে ফেলে সর্বকালীন ইতিহাস কেএল রাহুলের
UPSC CSE Results 2024: UPSC সিভিল সার্ভিসে বাংলা থেকে নির্বাচিত কারা ? শুভেচ্ছা জানিয়ে X পোস্ট মুখ্যমন্ত্রীর
UPSC সিভিল সার্ভিসে বাংলা থেকে নির্বাচিত কারা ? শুভেচ্ছা জানিয়ে X পোস্ট মুখ্যমন্ত্রীর
LSG vs DC Live: দুরন্ত বোলিংয়ের পর দাপুটে ব্যাটিং, লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হেলায় হারাল দিল্লি ক্যাপিটালস
দুরন্ত বোলিংয়ের পর দাপুটে ব্যাটিং, লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হেলায় হারাল দিল্লি ক্যাপিটালস
Sovan-Ratna Divorce Case: রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ, শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে
রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ, শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে
Embed widget