Jyoti Malhotra: পাক আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ভারতের তথ্যপাচার- ইউটিউবার জ্যোতি মলহোত্রার ভিডিয়োতেই একাধিক ইঙ্গিত
YouTuber Jyoti Malhotra : 'ট্রাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল চালান এই জ্যোতি মলহোত্রা, তাঁরই সমাজমাধ্যমের একটি পোস্টে তাঁকে বলতে শোনা যায় যে লাহোর হল পাকিস্তানের হৃদয়।

YouTuber Jyoti Malhotra: হরিয়ানার জনপ্রিয় টাভেল ব্লগার তথা ইউটিউবার জ্যোতি মলহোত্রা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগেই গ্রেফতার হয়েছেন সম্প্রতি। তাঁকে ঘিরে উঠে আসছে একের পর এক সব তথ্য। পাকিস্তানে প্রায়ই যাতায়াত ছিল জ্যোতির, এমনকী পাকিস্তানের হাইকমিশনের ইফতার পার্টিতেও নাকি সামিল (Jyoti Malhotra) হয়েছিলেন এই জ্যোতি মলহোত্রা। এমনটাই প্রমাণ মিলেছে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে। 'ট্রাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল চালান এই জ্যোতি মলহোত্রা, তাঁরই সমাজমাধ্যমের একটি পোস্টে তাঁকে বলতে শোনা যায় যে লাহোর হল পাকিস্তানের হৃদয়। পাকিস্তানের বেশ কিছু বিষয় নিয়ে প্রশংসা করতেও দেখা গিয়েছে তাঁকে।
এমনই একটি ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, ৩৩ বছর বয়সী ইউটিউবার জ্যোতি মলহোত্রা পাকিস্তানের হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি যার অপর নাম দানিশ। এই এহসান-উর-রহ্মকে কিছুদিন আগেই ভারত সরকারের (Jyoti Malhotra) পক্ষ থেকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এমনকী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও।
জ্যোতি মলহোত্রাকে দেখা যায় দানিশের স্ত্রীর সঙ্গে কথা বলতে। আর তাদের দুজনের সঙ্গে এত সখ্যতা দেখে প্রমাণ হয় যে এর আগে বহুবার তাদের সাক্ষাৎ ও বার্তালাপ হয়েছে। বহু আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। গত বছর ৩০ মার্চ এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল, যেখানে তিনি বলেন যে তাঁকে পাকিস্তান হাইকমিশনের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভিডিয়োতে দেখা যায় রহিমকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং আবার দেখা হওয়ার (Jyoti Malhotra) জন্য আনন্দ প্রকাশ করছেন। এই রহিমের মুখ স্পষ্ট দেখা যায় না ভিডিয়োতে তবে বোঝা যায় তিনিই অন্য সমস্ত পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিচ্ছেন।
আর ভিডিয়োর শেষে দর্শকদের উদ্দেশে জ্যোতি মলহোত্রা বলেন যে এই সমস্ত ব্যবস্থাপনা দেখে তিনি অভিভূত, তিনি বাকরুদ্ধ। দারুণভাবে উত্তেজিত তিনি। জানা গিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভের এক আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল জ্যোতির, তারা দুজনে একত্রে বালিও ঘুরতে গিয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভের এক আধিকারিক যার আসল নাম শাকির তাঁর নাম জ্যোতির ফোনে সেভ করা ছিল 'জাঠ রন্ধওয়া' নামে।






















