এক্সপ্লোর
Advertisement
‘হম কাগজ নহি দিখায়েঙ্গে’! এনপিআরের জন্য লাগবে, কাগজপত্র যত্ন করে রেখে দিন, দিল্লির মুসলিম মহিলা ভোটারদের কর্নাটক বিজেপির ট্যুইট
সোস্যাল মিডিয়ায় বিজেপির এই ভিডিও ছেড়ে মুসলিম মহিলাদের উদ্দেশ্যে বিদ্রূপের তীব্র সমালোচনা করা হয়েছে। নিন্দুকদের বক্তব্য, সরকারের বক্তব্যের উল্টো সুর শোনা যাচ্ছে ওই ট্যুইটে।
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়ানো মুসলিম মহিলাদের উদ্দেশ্যে কটাক্ষের অভিযোগ কর্নাটক বিজেপির বিরুদ্ধে। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলনে সামিল দেশের সংখ্যালঘু সমাজ সহ নানা অংশের মানুষের দাবি, তাঁরা, তাঁদের বাবা-মায়েরা কবে ভারতে এসেছেন বা কোথায় জন্মেছেন, সেই সংক্রান্ত তথ্য কাগজপত্র চাওয়া হবে এনপিআর করার সময়। কিন্তু তাঁরা তা দেখাবেন না, কারণ সেই তথ্য ব্যবহার করে পরে এনআরসি-র মাধ্যমে বহু মানুষের নাগরিকত্ব বাতিল করে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। কমেডিয়ান-লেখক বরুণ গ্রোভারের লেখা কবিতার ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ শব্দকটি তাঁদের মন্ত্র হয়ে উঠেছে। সর্বত্র সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী কর্মসূচিতে জনপ্রিয় হয়ে উঠেছে ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’ স্লোগান।
"Kaagaz Nahi Dikayenge Hum" ! ! !
Keep the documents safe, you will need to show them again during #NPR exercise.#DelhiPolls2020 pic.twitter.com/bEojjeKlwI
— BJP Karnataka (@BJP4Karnataka) February 8, 2020
আজ তার উল্লেখ করেই বিজেপির কর্নাটক শাখা একটি ভিডিও ট্যুইট করে দিল্লির একটি বুথের বাইরে লাইনে দাঁড়ানো মুসলিম মহিলা ভোটারদের ছবি দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভোট দেওয়ার অপেক্ষায় থাকা ওই মহিলারা নিজেদের ভোটার আই কার্ড দেখাচ্ছেন। কর্নাটক বিজেপি ভিডিওর ক্যাপশন লিখেছে, কাগজ নহি দিখায়েঙ্গে হাম! সেইসঙ্গে লিখেছে, কাগজপত্র যত্ন করে রেখে দাও, আবার এনপিআরের সময় সব দেখাতে হবে। hashtag #DelhiPolls2020 ব্যবহার করেছে তারা।
সোস্যাল মিডিয়ায় বিজেপির এই ভিডিও ছেড়ে মুসলিম মহিলাদের উদ্দেশ্যে বিদ্রূপের তীব্র সমালোচনা করা হয়েছে। নিন্দুকদের বক্তব্য, সরকারের বক্তব্যের উল্টো সুর শোনা যাচ্ছে ওই ট্যুইটে। সরকার বলছে, এনপিআরের সময় কর্মীরা বাড়ি বাড়ি নিয়ে সমীক্ষার সময় কোনও নথিপত্র তাঁদের দিতে হবে না, সংশ্লিষ্ট পরিবার যে তথ্য দেবে, তাঁরা শুধু তা নথিভুক্ত করবেন, অথচ বিজেপির ট্যুইটে কাগজপত্র তৈরি রাখতে বলার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement