এক্সপ্লোর
Advertisement
বলিউডি থালি, হিরোর শয্যাসঙ্গী হলে ২ মিনিটের রোল, জয়া বচ্চনকে ফের আক্রমণ কঙ্গনার
জবাবে টুইটারে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন করলেন, বর্ষীয়াণ অভিনেত্রীই হোন বা বলিউড- কে তাঁকে কোন ‘থালি’ দিয়েছে।
মুম্বই: জয়া বচ্চন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কিছু লোক, যাদের বলিউড খ্যাতি দিয়েছে, তারা যে থালায় খায় তাতেই ফুটো করে। জবাবে টুইটারে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন করলেন, বর্ষীয়াণ অভিনেত্রীই হোন বা বলিউড- কে তাঁকে কোন ‘থালি’ দিয়েছে।
কঙ্গনা বলেছেন, ২ মিনিটের রোলের একটা থালি একবার তাঁকে দেওয়া হয়েছিল। আইটেম নাম্বার আর একটা রোমান্টিক দৃশ্য, তাও সে জন্য নায়কের সঙ্গে শুতে হবে। তাঁর বক্তব্য, বলিউডকে নারীবাদ তিনি শিখিয়েছেন। যে থালির কথা জয়া বলছেন, তা তিনি ভরে দিয়েছেন দেশাত্মবোধক ও নারীকেন্দ্রিক ছবিতে। সেটা আমার থালি জয়াজি, আপনার নয়। লিখেছেন কঙ্গনা।
कौन सी थाली दी है जया जी और उनकी इंडस्ट्री ने? एक थाली मिली थी जिसमें दो मिनट के रोल आइटम नम्बर्ज़ और एक रोमांटिक सीन मिलता था वो भी हेरो के साथ सोने के बाद,मैंने इस इंडस्ट्री को फ़ेमिनिज़म सीखाया,थाली देश भक्ति नारीप्रधान फ़िल्मों से सजाई,यह मेरी अपनी थाली है जया जी आपकी नहीं। https://t.co/lPo9X4hRZX
— Kangana Ranaut (@KanganaTeam) September 16, 2020
সোমবার সংসদে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন বলেন, যেভাবে বলিউডি শিল্পীদের ওপর অন্তহীন আক্রমণ চলছে তার ওপর কেন্দ্রের নিষেধাজ্ঞা ঘোষণা করা উচিত, তাঁদের নিরাপত্তা দেওয়া হোক। কঙ্গনার নাম না করে তিনি বলেন, বলিউডের দৌলতেই বিখ্যাত হয়ে যাওয়া কিছু লোক বলিউডকে নর্দমার সঙ্গে তুলনা করছে। কয়েকজন যা করেছে, তার জন্য দায়ী করছে গোটা ইন্ডাস্ট্রিকে। গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষাণের নাম না করে তিনি বলেন, একজন লোকসভা সাংসদ যেভাবে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলেছেন, তাতে তিনি অত্যন্ত বিব্রত। এরা যে থালায় খায়, তাতেই ফুটো করে।
জবাবে মঙ্গলবার কঙ্গনা জয়াকে প্রশ্ন করেন, যদি তাঁর জায়গায় জয়ার মেয়ে শ্বেতাকে কৈশোর থেকে মারধর করা হত, ড্রাগ দেওয়া হত, শ্লীলতাহানি করা হত তবে তিনি একই কথা বলতেন কিনা। যদি তাঁর ছেলে অভিষেককে নিয়মিত উত্যক্ত, বিব্রত করা হত, একদিন সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যেত, তবেও কি তিনি এই কথা বলতেন? আমাদের প্রতিও সহানুভূতি দেখান। কঙ্গনা বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement