এক্সপ্লোর
‘ওয়ার জোন’ নয়, কার্গিল খ্যাতি পাক পর্যটনকেন্দ্র হিসেবে, কেন্দ্রের কাছে দাবি পর্যটন ব্যবসায়ীদের
‘ওয়ার জোন’-আর এই তকমা নিয়ে বাঁচতে চায় না কার্গিল। বারুদের গন্ধ ছেড়ে, ভয়ের আবহ থেকে বেরিয়ে উপত্যকার সৌন্দর্যকে সাথী করে পর্যটকদের ভালবাসার জায়গা হয়ে উঠতে চাইছে পাহাড়ি অঞ্চলটা।

লে (জম্মু ও কাশ্মীর): ‘ওয়ার জোন’-আর এই তকমা নিয়ে বাঁচতে চায় না কার্গিল। বারুদের গন্ধ ছেড়ে, ভয়ের আবহ থেকে বেরিয়ে উপত্যকার সৌন্দর্যকে সাথী করে পর্যটকদের ভালবাসার জায়গা হয়ে উঠতে চাইছে পাহাড়ি অঞ্চলটা। ৯৯ সালের পর থেকে কার্গিল জায়গাটার সঙ্গে জুড়ে গেছে যুদ্ধ শব্দটি। নয় নয় করে ৫০০টি পরিবারের বাস এই এলাকায়। তাঁরা চান ৩৭০ ধারা বিলোপের পর, এবার কেন্দ্র কার্গিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হোক। গত সপ্তাহে তিনদিনের জন্য লে সফরে যান পর্যটন মন্ত্রী। সে-সময়ই ট্যুর অপারেটর ও হোটেল মালিকরা কার্গিলকে যুদ্ধের ছায়া থেকে বের করে আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন। ‘অপারেশন বিজয়’-এর পর দুই দশক অতিক্রান্ত। তবুও যুদ্ধভূমির তকমা কার্গিলের গায়ে। তার জেরে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে কার্গিলের পর্যটন শিল্প। অর্থনৈতিকভাবে অসুবিধেয় পড়েছে বহু পরিবার। লে-র ছায়ায় কার্গিল যেন চাপা না পড়ে, সে-ব্যাপারে সতর্ক অঞ্চলের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। সেখানকার এক হোটেল মালিকের মতে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় লে-ই গুরুত্ব পাচ্ছে, কার্গিল নয়। কার্গিলে আরিয়ান ভ্যালি আছে, রয়েছে সুরু ভ্যালি, দ্রাস, বুদ্ধ রক, আরও কত কী!’ প্রতি বছর কার্গিলে প্রায় ১.২৫ লাখ পর্যটক আসেন। কিন্তু তাঁরা লে ও শ্রীনগরের মাঝে বিশ্রাম বা রাত কাটানোর জায়গা হিসেবে কার্গিলকে ব্যবহার করেন। তাতে সেই অঞ্চল পর্যটনকেন্দ্র হিসেবে গুরুত্ব পায় না বলে দাবি কার্গিলের পর্যটনব্যবসায়ীদের। প্রতি বছর জাপান ও কোরিয়া থেকে প্রায় ৩ হাজার পর্যটক সেখানে বৌদ্ধ স্থাপত্য দেখতে আসেন। তাঁরা চান, সারা বিশ্বের কাছে কার্গিলের কথা তুলে ধরা হোক। সম্প্রতি কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনের ‘কলঙ্ক’ ছবির শ্যুটিং হয়েছে কার্গিলে। ১৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই কার্গিল উপত্যকা, সৌন্দর্যে, দর্শনীয় স্থানের সংখ্যায়, আতিথ্যে, কাশ্মীর উপত্যকার থেকে কোনও অংশে কম নয় বলে দাবি কার্গিলবাসীর। সরকার যদিও কার্গিল ও লে, দুই জায়গার পর্যটনের উন্নতিতে সমানভাবে প্রচেষ্ট হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















