Karnataka News: গণধর্ষণ, মুখে প্রস্রাব এবং পরে শরীরে ক্ষতিকারক উপাদান ঢুকিয়ে দেওয়া; বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার
Bengaluru News: গত ২১ মে উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর যশবন্তপুরের কাছে আরএমসি ইয়ার্ড থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে।

বেঙ্গালুরু : বিজেপি বিধায়ক মুনিরত্না ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে FIR দায়ের। বছর ৪০-এর এক মহিলার অভিযোগের ভিত্তিতে কর্ণাটকের এই বিজেপি বিধায়ক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে FIR বেঙ্গালুরু পুলিশের। তাঁকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে এবং তাঁর শরীরে ক্ষতিকারক কিছু উপাদান ইঞ্জেক্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। গত ২১ মে উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর যশবন্তপুরের কাছে আরএমসি ইয়ার্ড থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে।
ওই মহিলা নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছেন। তাঁর অভিযোগ, যশবন্তপুর থেকে ৪-৫ কিলোমিটার দূরে মুনিরত্নার মাথিকেরের অফিসে ২০২৩ সালের ১১ জুন তাঁকে হেনস্থা করা হয়েছিল। তাঁকে বিধায়কের সঙ্গীরা নিয়ে গিয়েছিলেন। বিধায়ক তাঁর (মহিলার) বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলার দাবি, বিধায়কের নির্দেশেই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা চাপানো হয়েছিল।
মহিলার অভিযোগ, অফিসে ঢুকে মুনিরত্না এবং তাঁর দুই সহযোগী তাঁকে বিবস্ত্র করে, তাঁর ছেলেকে খুনের হুমকি দেয় এবং তারপর তাঁর (বিধায়কের) লোকদের তাঁকে (মহিলাকে) ধর্ষণের নির্দেশ দেন। ঘটনার সময়, বিধায়ক তাঁর মুখে প্রস্রাব করেন বলে অভিযোগ। পরে অজ্ঞাতপরিচয় চতুর্থ এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। তিনি মুনিরত্নার হাতে একটি সাদা বাক্স দিয়ে যান। যেটা থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁকে ক্ষতিকারক ইঞ্জেকশন দেওয়া হয়। এমনই বলা হয়েছে এফআইআরে।
মহিলা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শরীরে এমন এক ভাইরাস রয়েছে যা সারানো যাবে না বলে জানানো হয়েছে। তিনি মনে করেন যে, যৌন নিগ্রহের সময় তাঁর শরীরে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, এটা তারই ফল। গত ১৯ মে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানান। পরে তিনি পুলিশের দ্বারস্থ হন।
মহিলার আরও অভিযোগ, বিজেপিতে কার্যকলাপের জন্য তাঁর উপর রাগ ছিল বিধায়কের। তাই অন্যদেরকেও থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে বলেছিলেন।
মুনিরত্নার তিন সহযোগীর নাম প্রকাশ করা হয়েছে। চতুর্থ অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। কর্ণাটক বিধানসভার স্পিকার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলার অতিরিক্ত হিসেবে এই এফআইআর দায়ের করা হয়েছে। Karnataka BJP MLA






















