Kashmir Terror Attack: ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের গুলি করে খুন! রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি হামলায় বাড়ছে মৃত্যুমিছিল
Kashmir News: সূত্রের খবর, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটক খুন করা হয়েছে।

নয়া দিল্লি: ভয়াবহ সন্ত্রাস ফিরল কাশ্মীরে। কাশ্মীরে জঙ্গি-নিশানায় পর্যটকরা। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে, হত্যালীলা চালাল জঙ্গিরা। এবার জঙ্গি হামলার মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকের। কাশ্মীরে জঙ্গি হানায় ২৮ জনের বেশি মৃত্যুর আশঙ্কা, এমনটাই খবর সূত্রের। তবে মৃত্যু মিছিল দীর্ঘ হতে পারে বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁওয়ে এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত, মত সব মহলের।
সূত্রের খবর, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটক খুন করা হয়েছে। বেশ কিছু ভিডিও থেকে জানা গিয়েছে, বৈসরণ উপত্যকার রিসর্টে লস্কর জঙ্গিদের এলোপাথাড়ি গুলি চলে। সেই সময় কেউ বসেছিলেন খেতে, কেউ আবার বাইরে প্রকৃতি উপভোগ করতে বেরিয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন হানা দেয় সেখানে। প্রত্যেকের নাম জিজ্ঞেস করে করে গুলি করা হয়। পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার ঠিক পরমুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে। যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে! এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা।
এদিকে, কাশ্মীরে জঙ্গি হানার শিকার পর্যটকরা, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অন্যদিকে, কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লডাই আরও শক্তিশালী হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও লিখেছেন, 'এই জঘন্য কাণ্ডের পিছনে যারা রয়েছে, তাদের সবক শেখানো হবে। কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনড়। এই লড়াই এবার আরও তীব্র হবে।'
কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস আক্রমণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি পুরুষোচিত, অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। নিরীহ নাগরিক তথা পর্যটকদের উপর এই আক্রমণ ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
The terrorist attack on tourists in Pahalgam of Jammu and Kashmir is shocking and painful. It is a dastardly and inhuman act which must be condemned unequivocally. Attacking innocent citizens, in this case tourists, is utterly appalling and unpardonable.
— President of India (@rashtrapatibhvn) April 22, 2025
My heartfelt condolences…
এই ঘটনার তীব্র নিন্দা করে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশাল মিডিয়ায় লিখেছেন, 'যারা এই হামলা চালিয়েছে, তারা পশু, অমানবিক। নিন্দার কোনও ভাষাই যথেষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।'






















