Kashmir Attack: স্থানীয়দের সঙ্গে মিশে রয়েছে, ফের নয়া ছক? অলআউট অ্যাকশনে ভারত, সূত্রের খবরে চাঞ্চল্য
Pahalgam Attack: এর মধ্যে হামলার পর ড্রোন উড়িয়ে জঙ্গিদের গতিবিধির প্রাথমিক হদিশ মিলেছে, খবর সূত্রের।

নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। হামলার পর বৈসরন উপত্যকা লাগোয়া কিশতোয়ারে আশ্রয় নিতে পারে জঙ্গিরা, সন্দেহ গোয়েন্দাদের। জঙ্গিরা আশ্রয় নিতে পারে ডোডা জেলাতেও, ধারণা গোয়েন্দাদের।
প্রায় ডজনখানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়, এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। নাশকতার লিঙ্কম্যান সন্দেহে আগেই ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। জঙ্গিদের বাড়ি ধরে ধরে তল্লাশি চলছে।
এদিকে কাশ্মীরে রীতিমতো অলআউট অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। ৩ দিনে ৯ জঙ্গির বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ১৪ জন স্থানীয় জঙ্গির তালিকা প্রকাশ করে বাড়ি ধরে ধরে চলছে অভিযান। পুলওয়ামার ত্রালে জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির দোতলা বাড়ি বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোপিয়ানে লস্কর জঙ্গি আদনান শফি দারের বাড়িও বিস্ফোরণে ভেঙে পড়েছে। বিস্ফোরণে উড়েছে জঙ্গি জামিল আহমেদ শির গজরির বান্দিপোরার বাড়িও। কুপওয়াড়ার কালারুসে বিস্ফোরণে গুঁড়িয়ে গেছে লস্কর-ই-তৈবার জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ারের বাড়িও। একের পর এক জঙ্গির বাড়ি তো গুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পহেলগাঁওয়ের আসল হামলাকারীরা কবে ধরা পড়বে? হামলার কঠোর প্রত্যাঘাত দেওয়া হবে কবে?
অন্যদিকে, জঙ্গি হামলার পর কার্যত অলিখিত কার্ফু জারি হয়েছে পহেলগাঁওয়ে। পর্যটকশূন্য ছবির মতো সুন্দর হিল স্টেশন। বেতাব ভ্যালি, বৈসরন ভ্যালি, আরু ভ্যালি বন্ধ। পহেলগাঁওয়ে হাজারখানেক হোটেল রয়েছে। সেগুলি খাঁ-খাঁ করছে। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৮০ শতাংশ হোটেলকর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধু পর্যটক নয়, আগামী মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। জুন পর্যন্ত হোটেলগুলি বুক করা ছিল। জঙ্গি হামলার পর সব বুকিং ক্যান্সেল। স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি। প্রচুর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু চড়ার লোক নেই। বৈসরনে জঙ্গি হামলায় পর্যটক নির্ভর পহেলগাঁওয়ের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে।























