Kochi Blast: টিফিনবক্সে ছিল বিস্ফোরক! ব্যবহার IED! কীভাবে এল?
Kerala Blast:কেরল পুলিশ সূত্রের খবর, এই বিস্ফোরণের জন্য IED বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্য়বহার করা হয়েছে।
![Kochi Blast: টিফিনবক্সে ছিল বিস্ফোরক! ব্যবহার IED! কীভাবে এল? Kerala Kalamassery, IED used in Kochi Blast, explosives were kept in a tiffin box, said sources Kochi Blast: টিফিনবক্সে ছিল বিস্ফোরক! ব্যবহার IED! কীভাবে এল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/164095e20b4eda2578222faf60ec72d41698575638723385_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কোচির কালামাসেরিতে ভয়াবহ বিস্ফোরণের পর কেটে গিয়েছে বেশ কয়েকঘণ্টা। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে বেশ কিছু তথ্য। স্থানীয় পুলিশ সূত্র অনুযায়ী নাশকতার জন্যই ঘটানো হয়েছে বিস্ফোরণ।
কেরল পুলিশ সূত্রের খবর, এই বিস্ফোরণের জন্য IED বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্য়বহার করা হয়েছে। স্পেশাল টিম তৈরি করা হয়েছে এই বিস্ফোরণের ঘটনার তদন্তের জন্য। সূত্রের খবর, একটি টিফিন বক্সে বিস্ফোরক রাখা হয়েছিল।
বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে NIA, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একটিজ দলও কোচিতে পৌঁছচ্ছে।
সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। একঘণ্টার মধ্যে পরপর ৩-৪টি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় কনভেনশন সেন্টারে অন্তত আড়াই হাজার মানুষ ছিলেন বলে খবর সূত্রের। কালামাসারি সাংসদ হিবি এডেন (Hibi Eden) জানিয়েছেন বিস্ফোরণের পরে প্রচুর ধোঁয়ায় ঢেকেছিল এলাকা, পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।
কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশে হাই অ্য়ালার্ট জারি।
আরও পড়ুন: ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরণ, ধ্বংসের পথে হাঁটছে কেরল! আক্ষেপ তারুরের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)