S Jaishankar: লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা
Khalistani attack S Jaishankar: লন্ডনে এস জয়শঙ্করের কনভয়ে হামলার চেষ্টা! বিদেশমন্ত্রীর গাড়ি ধাওয়াও করা হয় বলে সূত্রের খবর।

নয়া দিল্লি: লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খলিস্তানপন্থীরা। ব্রিটেন সফরে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী। খবর, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান, সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও।
#WATCH | London, UK | Pro-Khalistan supporters staged a protest outside the venue where EAM Dr S Jaishankar participated in a discussion held by Chatham House pic.twitter.com/ISVMZa3DdT
— ANI (@ANI) March 6, 2025
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এবং ভারতীয় পতাকা ছিঁড়ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী কীভাবে দ্রুত দৌড়ে বিদেশমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে তেরঙ্গা ছিঁড়ে ফেলছেন। তবে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাদের ধরে ফেলে।
এক্স মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই হাউসের বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খলিস্তানি জঙ্গিরা। পতাকা উড়িয়ে খলিস্তানপন্থী স্লোগানও শোনা যায় তাদের মুখে। লন্ডনে ৪ থেকে ৯ মার্চ পাঁচদিনের সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ৪১০০ কোটি পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। আগামী ৭ ও ৮ মার্চ বেলফাস্ট ও ম্যাঞ্চেস্টারে দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খুলছে। দু’দেশের সহযোগিতার প্রসারে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন, রাতে মা-কে হাসপাতালে ভর্তি ছেলের, সকালে বাইরে পড়ে মৃতদেহ! হাওড়ায় তুমুল চাঞ্চল্য!
ব্রিটেন সফরে গিয়ে বুধবার সে দেশের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আলোচনা হয় দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই সফরের উদ্দেশ্য হল ভারত-যুক্তরাজ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শক্তিশালী করা, যেখানে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। ব্রিটেনের পর, তিনি ৬ থেকে ৭ মার্চ আয়ারল্যান্ড সফর করবেন এস জয়শঙ্কর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
