Singer KK Death Live Updates: শেষকৃত্যের সময়সূচি দেওয়া হল কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে
KK death live updates: কলকাতায় গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে

Background
কলকাতা: প্রয়াত গায়ক কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার (Ultadanga) গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর, মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন।
হাসপাতাল সূত্রে খবর:
সূত্রের খবর, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। এখন হাসপাতালে পৌঁছচ্ছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা। যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন।
জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, '২৭ বছরের বন্ধু। আমার প্রথম ছবি থেকে গান গেয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না। আমার খুব কাছের বন্ধু।' কথা বলতে বলতে চোখে জল চলে আসে জিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বারবার বলতে থাকেন, 'আমার খুব কাছের বন্ধু।' কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনুপম, ইমন, সুরজিৎ, বিক্রম ঘোষের মতো শিল্পীরা।
Singer KK Death: কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের
মুম্বই পৌঁছনোর পরই কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেষকৃত্যের সময়সূচী দেওয়া হয়। তাতে লেখা রয়েছে। 'আগামীকাল অর্থাৎ ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে শেষশ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।' পোস্ট করে আরও লেখা হয়েছে ''কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমাকে আমরা অত্যন্ত মিস করব।''
KK Demise: কে কে-র ইনস্টগ্রাম হ্যান্ডলে শেষকৃত্যের বিস্তারিত তথ্য
আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শেষশ্রদ্ধা জানান যাবে কৃষ্ণকুমার কুন্নথকে। দুপুর ১টায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিস্তারিতভাবে জানান হল।






















