Kolkata Road Accident: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি; বাঘাযতীন উড়ালপুলে দুর্ঘটনায় মৃত যুবক !
Road Accident: পুলিশ সূত্রে খবর, রাতে চারটি বাইকে ৮ জন বন্ধু মিলে কামালগাজির একটি ধাবায় খেতে যান।
হিন্দোল দে, কলকাতা : রাতের শহরে বেপরোয়া গতির বলি এক তরুণ। ঘটনাস্থল পাটুলি থানা এলাকার বাঘাযতীন উড়ালপুল। গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম সমীর গায়েন। বছর কুড়ির তরুণ শহিদ স্মৃতি কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রাতে চারটি বাইকে ৮ জন বন্ধু মিলে কামালগাজির একটি ধাবায় খেতে যান। ফেরার সময় বাঘাযতীন উড়ালপুলে লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তার ডিভাইডারের ওপর পড়েন সমীর। মাথায় গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত হন তাঁর সঙ্গীও। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে সমীরকে মৃত বলে ঘোষণা করা হয়। কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
দিনকয়েক আগে হেলমেট ছাড়া বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্য়ু হয়েছিল বছর ১৮-র এক তরুণের। সার্ভে পার্ক থানার অন্তর্গত সার্ভিস রোডে, গার্ডরেলে এসে ধাক্কা মারে তাঁর বাইক। মৃত্য়ু হয় তরুণের।
উড়ে যায় মোটর বাইকের সামনের অংশ। তুবড়ে যায় গার্ডরেল। কলকাতার বুকে ফের প্রাণ কাড়ে বেপরোয়া গতি। রবিবার সকালে সার্ভে পার্ক থানা এলাকার সার্ভিস রোডে, মোটরবাইকে এসে গার্ডরেলে ধাক্কা মারেন এক তরুণ। এর পরই মৃত্যু হয় তাঁর। মৃত আকাশ মাকাল, দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ সূ্ত্রে দাবি করা হচ্ছে, তরুণের হেলমেট ছিল না। বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে এসে ধাক্কা মারে রাস্তার মাঝে রাখা গার্ডরেলে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিক এবং সার্ভে পার্ক থানার পুলিশ। তরুণকে উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
তার দিনকয়েক আগে টিউশন থেকে ফেরার পথে পণ্যবাহী ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সপ্তম শ্রেণির ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল ওই পড়ুয়া। কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার সময় ছাত্রীকে ধাক্কা মারে সবজি বোঝাই ভ্যান। বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় তাকে। এরপর ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। ধাওয়া করে পাটুলির কাছে ভ্যানটিকে ধরে ফেলেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রীকে। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ভ্যান চালক। এরপর বেশ কিছুক্ষণ ভ্যান আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।