পুজোর আগে শহরজুড়ে হানা এসটিএফ-এর, উদ্ধার অস্ত্র, নগদ
স্ট্র্যান্ড রোড এলাকা থেকে উদ্ধার হয় অস্ত্র, পার্ক স্ট্রিট থেকে উদ্ধার টাকা....
![পুজোর আগে শহরজুড়ে হানা এসটিএফ-এর, উদ্ধার অস্ত্র, নগদ Kolkata Police STF raid Arms cash recovered 2 smugglers arrest পুজোর আগে শহরজুড়ে হানা এসটিএফ-এর, উদ্ধার অস্ত্র, নগদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/20161555/web-stf-arms-cash-recover-still-201020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পুজোর মুখে কলকাতা থেকে অস্ত্র উদ্ধার। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত সোয়া ৮টা নাগাদ স্ট্র্যান্ড রোড এলাকায় হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত করে ৮টি ওয়ান শটার ও একটি মোটরবাইক। গ্রেফতার করা হয় সুজাত গোস্বামী মহম্মদ শাহিদ নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতরা শ্রীরামপুরের বাসিন্দা। পুজোর আগে কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছিল, কোথায়, কাদের কাছে তা বিক্রি করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
অন্যদিকে, পার্ক স্ট্রিট থেকে উদ্ধার প্রায় দেড় কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পার্ক স্ট্রিট থানা এলাকার ইলিয়ট রোডে স্থানীয় বাসিন্দা মহম্মদ ইমরানের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। সেইসময় ছিলেন না বাড়িমালিক। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় দেড়কোটি টাকা, বেশ কিছু সোনার গয়না, দুটি ল্যাপটপ ও মোবাইল ফোন। ওই বিপুল পরিমাণ টাকার উৎস জানাতে পারেনি বাড়ির লোকজন। তাই সেগুলিকে বাজেয়াপ্ত কর হয়। বাড়ি মালিকের খোঁজ চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)