Bhonphota On RG Kar Case: RG করের নির্যাতিতার স্মরণে হাওড়ায় বোনফোঁটা, আয়োজনে পরিবেশবিদ সুভাষ দত্তর সংস্থা
Bhonphota 2024 On RG Kar Case: হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে বোন ফোঁটার আয়োজন...
হাওড়া: আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের স্মরণ করে হাওড়ায় আজ হল বোন ফোঁটা। হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে বোন ফোঁটা আয়োজিত হল। আয়োজক সংস্থা রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি। এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত।
অপরদিকে, নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে বিচারের আশায়, নারী নিরাপত্তায় দিকে দিকে অভিনব উদ্যোগ। ভাইফোঁটার মিষ্টিতেও এবার লেখা জাস্টিসের স্লোগান। উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক মিষ্টির দোকানে বিকোচ্ছে জাস্টিস লেখা বিশেষ সন্দেশ। নতুন সন্দেশ কিনতে ভিড় বাড়ছে দোকানে। মাছি বা মৌমাছি শুধু নয়, সন্দেশের হাতছানিতে দৌড়ে আসছেন প্রতিবাদী ক্রেতারাও। নীচে অগ্নিশিখা জ্বলছে দাউ দাউ করে। তুলির টানের সঙ্গে থাকা একটা শব্দই ছড়িয়ে দিচ্ছে প্রতিবাদের সন্দেশ।
ভাইফোঁটায় সেই সন্দেশ ঘিরেই উৎসাহ বোন ও দিদিদের মধ্যে। ব্যাঙ্গালোরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন অশোকনগরের দেবলীনা রায়। ভাইফোঁটায় তিনি ভাইয়ের পাতে দিতে চান জাস্টিস সন্দেশ। অশোকনগর চৈতন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঐতিহ্য দাস। তাঁরও পছন্দ প্রতিবাদী সন্দেশ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে জাস্টিস লেখা বিশেষ সন্দেশ।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে, প্রতিবাদই তাঁদের উৎসব। পুজো আগেই একথা স্পষ্ট জানিয়েছিলেন অনশনকারী চিকিৎসকেরা। যেমন কথা, তেমন মেনে চলা। ভরা পুজোয় যখন শহর ভাসছে, তখন তাঁরা অনশন করে দিন কাটাচ্ছেন। কেউবা আবার ছিলেন চিকিৎসাধীনরত অবস্থায় হাসপাতালে। এভাবেই কাটছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে অবশেষে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুন, উপনির্বাচনের আগে TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! 'সন্ধান চাই..'
এদিকেই প্রতিবাদের প্রথম থেকেই তাঁদের পাশে থেকে সরব ছিলেন বাংলার অভিনেত্রী শ্রুতি দাস। স্লোগানে স্লোগানে কখনও রাস্তায়। কখনও সোশ্যাল মিডিয়ায়। গেয়েছেন প্যারোডি। এদিকে এখন কালীপুজোর পর চলছে ভাইফোঁটা। এবার টলিপাড়ার এই অভিনেত্রী নিজের ফেসবুক পেজে একটি ব্যাতিক্রমী পোস্ট করে তাঁর ইচ্ছেপ্রকাশ করেন। জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান বাংলার অভিনেত্রী শ্রুতি দাস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।