Bidhanngar Molestation Update: পুলিশের কাছে লিফট চেয়েই বিপত্তি, মহিলার শ্লীলতাহানির অভিযোগ ASI-এর বিরুদ্ধে
জানা গিয়েছে, আগামিকাল দুই পুলিশকর্মীরে আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
কলকাতা: যাঁর হাতে নিরাপত্তার দায়িত্ব, তাঁর কাছে সাহায্য বিপদে পড়তে হল। সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল মহানগরী (Kolkata)। এ দিন পুলিশকর্মীর (Kolkata Police) বিরুদ্ধে এক তরুণীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে। ঘটনায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) অভিষেক মালাকারকে ও এএসআই সন্দীপ কুমার পালকে গ্রেফতার করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল, জানা গিয়েছে করুণাময়ী (Karunamayee) থেকে উল্টোডাঙা (Ultadanga) যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আসানসোলের (Asansol) এক বাসিন্দা। দীর্ঘক্ষণ কোনও গাড়ি পাননি তিনি। তখনই বাইকে যাচ্ছিলেন পুলিশকর্মী (Kolkata Police)। সঙ্গে ছিলেন সিভিক ভলান্টিয়ার। তাঁদের দেখেই লিফট চান সেই মহিলা। আর এরপরেই বিপত্তি। বাইকে লিফট দেওয়ার নামে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, গন্তব্যে না পৌঁছে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় তাঁকে।
এর পর কোনওক্রমে রুবির মোড় (Rubi More) পৌঁছন ওই মহিলা। বন্ধুকে ডাকেন এবং ট্রাফিক পুলিশের (Traffice Police) সাহায্য নিয়ে কসবা থানার (Kosba Police Station) দ্বারস্থ হন দু-জন। বছর ২৫-এর ওই তরুণীর অভিযোগ শোনা মাত্রই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কসবা থানার পুলিশ। অভিযোগকারিনী এবং তাঁর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। এর পর বিধাননগর নর্থ থানায় (Bidhannagar North Police Station) অভিযোগ দায়ের করেন মহিলা ।
পুলিশ সূত্রে খবর বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের এএসআই (Bidhannagar Traffic ASI) অভিযুক্ত সন্দীপ কুমার পাল । তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকেও (Civic Volunteer) । ইতিমধ্যেই দু-জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নং ধারায় মামলা রুজু হয়েছে।
জানা গিয়েছে, আগামিকাল দুই পুলিশকর্মীরে আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অভিযোগকারী মহিলারও বয়ান রেকর্ড করা হবে বলে খবর।
আরও পড়ুন: আদ্রা রেল হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন!উদ্বেগে বিক্ষোভ আত্মীয়দের