BJP Krirah Diwas Celebration : 'খেলা হবে' দিবসের পাল্টা বিজেপির 'ক্রীড়া দিবসে' ফুটবলে কিক সায়ন্তন-কল্যাণের
শুক্রবার রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে হল ফুটবল ও কবাডি টুর্নামেন্ট। সল্টলেকে ফুটবল খেললেন সায়ন্তন বসু, কল্যাণ চৌবেরা।
কলকাতা : ১৬ অগাস্ট তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা ১৩ অগাস্ট ক্রীড়া দিবস পালন করতে পথে নামল বিজেপি। এদিন রাজ্যজুড়ে ফুটবল ও কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে গেরুয়া শিবির। সল্টলেকের সিজে ব্লকে ফুটবল খেললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপি নেতা কল্যাণ চৌবে।
১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এক্ষেত্রে শাসক দলকে ফাঁকা মাঠ ছাড়বে না বিজেপিও। বুঝিয়ে দিয়েছে তারা। ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ব্যানারে ১৩ অগাস্ট, ‘ক্রীড়া দিবস’ পালন করল গেরুয়া শিবির। শুক্রবার রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে হল ফুটবল ও কবাডি টুর্নামেন্ট। সল্টলেকে ফুটবল খেললেন সায়ন্তন বসু, কল্যাণ চৌবেরা।
বিজেপি শুরু থেকেই ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের তীব্র বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট মুসলিম লিগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-র ডাক দিয়েছিল। যার জেরে কলকাতায় হিংসার আগুন ছড়িয়ে পড়ে। তাই সেদিন 'খেলা হবে দিবস' পালন করা উচিত নয়। ক্রীড়া দিবস পালনের মধ্যে দিয়েও ফের সেই বার্তা দিয়েছে তারা। সব মিলিয়ে খেলা শুরুর আগে, মাঠের বাইরে তৃণমূল-বিজেপির রাজনৈতিক ক্রীড়াযুদ্ধ অব্যাহত।
বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানের মধ্যে ঝড় তুলেছিল তৃণমূল! ভোট প্রচার যত এগিয়েছে ততই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বেশি করে শোনা গেছে এই স্লোগান। শেষ অবধি বিধানসভা নির্বাচনের ফল দাঁড়িয়েছে - ২১৩-৭৭। আর এই রেজাল্টেই উজ্জীবিত হয়ে, গত ২১ জুলাই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, খেলা হবে স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গণ্ডী ছাড়িয়ে ‘খেলা’র ডাক দিলেন তিনি। ঘোষণা করে দেন, ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করা মাত্রই ট্যুইট করে সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ট্যুইট করে বলেন, '' মজার বিষয় হল ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৬ সালে এই দিনেই ডিরেক্ট অ্যাকশন ডে’র ডাক দিয়েছিল মুসলিম লিগ এবং গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল। আজকের পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ মানে বিরোধীদের ওপর সন্ত্রাসের ঢেউ ''
অন্যদিকে, বিজেপির ক্রীড়া দিবস পালনের দিনেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। জেমস লঙ সরণিতে রেলের মাঠে ফুটবল ম্যাচ ঘিরে প্রকাশ্যে এল বিজেপির দলের মধ্যের সংঘাতের চিত্রই।
দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতিকে মঞ্চ থেকে নামানো নিয়ে তুলকালাম বেঁধে যায়। অভিযোগ, মঞ্চ থেকে নামানোর চেষ্টা করেন বিজেপির একাংশই। এই ঘটনায় বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ করে বিজেপির একাংশই।