Corona in Kolkata Police: করোনা হানা কলকাতা পুলিশেও, একদিনে আক্রান্ত ৫২
Kolkata Police: সূত্রের খবর, কার্যত গোটা ভবানীপুর থানাই করোনা আক্রান্ত। এই থানার ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
প্রকাশ সিনহা, ময়ূখঠাকুর চক্রবর্তী ও আবীর দত্ত: কলকাতা থেকে জেলা। পুলিশের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ভবানীপুর থানার, ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ৮ IPS-সহ কলকাতা পুলিশের ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধু বুধবারই একদিনে ৫২ জন করোনা সংক্রমিত হয়েছেন।
হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতা পুলিশেও। পরিস্থিতি সব থেকে খারাপ ভবানীপুর থানার। সূত্রের খবর, কার্যত গোটা ভবানীপুর থানাই করোনা আক্রান্ত। এই থানার ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। লালবাজারে একের পর এক আইপিএস অফিসার করোনা আক্রান্ত হচ্ছেন।সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন ডিসি ট্রাফিক অরিজিৎ সিন্হা।
এখনও পর্যন্ত ৮ IPS-সহ কলকাতা পুলিশের ১২১ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্য পুলিশে ৫ IPS-সহ ৭৬ জন করোনা আক্রান্ত। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ ৭ জন পুলিশ আধিকারিক।
আরও পড়ুন, নয়া প্রজাতি IHU-ও মারাত্মক সংক্রামক, অকেজো হতে পারে টিকা, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
পুলিশের মতোই করোনা থাবা বসিয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিতেও। করোনা আক্রান্ত হয়েছেন CBI’র কলকাতা ব্রাঞ্চের ১৩ জন অফিসার। ED’র ৩ অফিসারও করোনা আক্রান্ত হয়েছেন। একজন DSP, দু’জন ইন্সপেক্টর-সহ কলকাতার NIA অফিসে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সিবিআই সূত্রে খবর, ৪০ থেকে ৫০ শতাংশ অফিসার নিয়ে অফিস চলছে।
হাওড়া সিটি পুলিশের ১০ জন সাব ইন্সপেক্টর ও অন্তত ৩০ জন ASI ও কনস্টেবল করোনা আক্রান্ত। দমকলেও হানা দিয়েছে করোনা। উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার দেবতনু বসু করোনা আক্রান্ত হয়েছেন।