Corona Attack in Railways: শিয়ালদা সেকশনে কোভিড আক্রান্ত ৭৫০ রেলকর্মী, বাতিল মোট ৫৪ জোড়া লোকাল
পূর্ব রেলে আক্রান্ত মোট ১২০০-র উপর রেলকর্মী
কলকাতা: বঙ্গে বেলাগাম করোনা। পূর্ব রেলে করোনা আক্রান্ত বারোশোর বেশি কর্মী। শিয়ালদা ডিভিশনেই সংক্রমিত প্রায় ৭৫০ জন। যার জেরে শিয়ালদা ডিভিশনে আজ বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন। যাত্রী সংখ্যা কমের কারণে ৪ তারিখ থেকে বাতিল ৭ জোড়া স্পেশাল ট্রেন।
দেশজুড়ে ভয়াবহ হয়ে উঠেছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪ লক্ষ। ২৪ ঘণ্টায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
রাজ্যের পরিস্থিতিও ভয়ঙ্কর। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণ। প্রভাব পড়ছে বিভিন্ন জরুরি পরিষেবায়।
পূর্ব রেল সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১২০০ জন কর্মী। তার মধ্যে শিয়ালদা ডিভিশনেই করোনা সংক্রমিত ৭৫০ জন রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে শনিবার বাতিল করা হয়েছে ৫৪ জোড়া লোকাল ট্রেন। অন্যদিকে, হাওড়া সেকশনে লাইনে কাজ চলায় চলছে না ২০ জোড়া লোকাল।
পূর্ব রেল সূত্রে খবর, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরার পর থেকেই আক্রান্ত হচ্ছিলেন ড্রাইভার, গার্ড সহ অন্যান্য কর্মীরা। বাতিল করতে হচ্ছিল বিভিন্ন ট্রেন। এরই মধ্যে শনিবার বড়সড় কোপ পড়ল শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে।
রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে প্রতিদিন চলে ৯২০ টি লোকাল ট্রেন। হাওড়ায় ডিভিশনে চলে ৪৮০ টি। করোনার আবহে বেশি কিছুদিন ধরেই দুই ডিভিশনে যাত্রীসংখ্যা কমেছে। যাত্রী কমেছে দূরপাল্লার ট্রেনেও।
এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনে ১০৮টি লোকাল বাতিল হলে সাধারণ যাত্রীদের অসুবিধা হবে না। কারণ, বাতিল ট্রেনের বেশিরভাগই নন পিক আওয়ারের।
অন্যদিকে, করোনা আবহে যাত্রী-অভাবের কারণ দেখিয়ে হাওড়া ও শিয়ালদা থেকে ৭ জোড়া স্বল্প দূরত্বের স্পেশাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ৩ মে থেকে বাতিল করা হচ্ছে মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল ট্রেন। পরের দিন থেকে বাতিল ফিরতি ট্রেন।
পাশাপাশি, ৪ তারিখ থেকে বাতিল হচ্ছে হাওড়া-বোলপুর, বোলপুর-হাওড়া, শিয়ালদা-আসানসোল, আসানসোল-শিয়ালদা, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া, দিঘা-আসানসোল, আসানসোল দিঘ,স্পেশাল, আসানসোল-টাটা এবং টাটা-আসানসোল স্পেশাল।