Covid Rule Break at Gangasagar : উধাও দূরত্ববিধি, অধিকাংশের মুখেই নেই মাস্ক, কোভিড বিধি নিয়ে অদ্ভুত যুক্তি গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের মুখে
পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার, মাস্ক বিলি, করা হল সবই। কিন্তু পুলিশ যেতেই ছবিটা আবার যে কে সেই।
প্রকাশ সিন্হা, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : 'আমাদের করোনা হয় না, পাপীদের হয়।' মাস্ক (Mask) কোথায় জানতে চাওয়াতে এমনই উত্তর ভেসে এল গঙ্গাসাগরের (Gangasagar) জন্য আসা এক পুণ্যার্থীর (Devotee) থেকে। গঙ্গাসাগর মেলার আগে আউটরাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। কিন্তু সেই ভিড়ে কোথাও দেখা নেই ন্যূনতম সতর্কতার। উধাও দূরত্ববিধি, অধিকাংশের মুখেই নেই মাস্ক। প্রশ্নের মুখে অদ্ভুত যুক্তি দিলেন অনেকে।
বেশ কিছু জায়গায় দেখা গেল এক জায়গায় জটলা করে বসে অনেক পুণ্যার্থী। অধিকাংশের মুখেই নেই মাস্ক। ক্যামেরা দেখে কেউ কেউ গামছা, চাদরে মুখ ঢাকলেন। অনেকে সেটুকুও না করে দিলেন অদ্ভুত যুক্তি। রাজ্য থেকে দেশ, রোজ লাফিয়ে বাড়ছে করোনা (Corona)। এই অবস্থায় শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই সঙ্গে মেলায় ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু, তা কীভাবে সম্ভব হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।
শুক্রবার কলকাতা পুরসভার (Kolkata Municipality) তরফে আউটরাম ঘাটে করোনা পরীক্ষা (Corona Test) এবং ভ্যাকসিনেশন শিবির (Vaccination Camp) করা হয়। সেখানে শুক্রবার সকাল থেকে ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসে। তাদের বাইপাসের ধারে সেফ হোমে (Safe Home) পাঠানো হয়েছে। পুলিশ (Kolkata Police) দেখে অনেকেই তড়িঘড়ি মাস্ক পরেও নেন। পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার, মাস্ক বিলি, করা হল সবই। কিন্তু পুলিশ যেতেই ছবিটা আবার যে কে সেই।
ইডেন গার্ডেন্সের (Eden Gardens) কাছে এই শিবিরে রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা পূণ্যার্থীরা। শুক্রবার সকালে সেখানেও দেখা যায় চূড়ান্ত অসচেতনতার ছবি। মাস্ক ছাড়া, দূরত্ববিধি উড়িয়ে জটলা করতে দেখা যায় অনেককে। এখানেও বেলায় পুলিশ আসতেই ছবিটা কিছুটা বদলায়! কিন্তু, পুলিশ যেতেই মাস্ক খুলে ফেলেন অনেকে। কাছে একটি পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, তাতে ছবিটা কিছু বদলায়নি।