Dilip Ghosh Marriage : দিলীপের বিয়েতে খুশি মদন, বললেন, 'বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত..' !
Dilip Ghosh Marriage Madan Reaction: আজ দিলীপ ঘোষের বিয়ে, খুব খুশি মদন, মন খুলে শোনালেন কবিতা, আরও কত কী !..

কলকাতা: আজ বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের বিয়ে। বাড়ি থেকে নেট দুনিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তার বন্যা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই দলীয় কর্মীরা তো বটেই, শাসকদলের শীর্ষনেতা কর্মী থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক মতবিরোধ পাশে রেখে আজ মন খুললেন শাসকদলের হেভিওয়েট মদন মিত্রও। একদম নিজের স্টাইলে জানালেন শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুন, শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার
এদিন মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সঙ্ঘের থেকে সংসার। দুটোর আগেই কিন্তু সং রয়েছে। সেই জন্য আমরা বলি, বেশি সংযমী হলে, হয় সং , নয়তো যমের শিকার হয়ে যায়। সংসার মানে দিলীপ বাবু, সং সেজে থাকাই যেখানে সার ! সেটাই হল সংসার। ও লাভলি ! I am really happy. আমাকে দেখুন , আমি কিন্তু বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত। বলে নিজের সাজগোজ দেখালেন মদন মিত্র। এরপর 'কালারফুল বয়' হাসিমুখে শোনালেন কবিতা। 'চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে ? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আজ আমাদের সোনামণির বে। প্রহর শেষের আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম, আমার সর্বনাশ।'
অপরদিকে, এদিন দিলীপ ঘোষকে আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছেন শাসকনেতা কীর্তি আজাদ। বলেছেন, 'আশা করব, ওনার বৈবাহিক জীবন দীর্ঘতর হবে। ভাল হবে। দুই জনেরই দীর্ঘ আয়ু কামনা করি। আর আশা করব যে, একবার যখন অর্ধা ঙ্গিনী যখন ঘরে এসে গেছেন, সীতারাম বলা শুরু করবেন। জয় জয় সীতারাম। নিমন্ত্রণ পেয়েছেন কিনা প্রশ্ন করতেই কীর্তি আজাদ বলেন, এখনও অবধি নিমন্ত্রণ আসেনি। এলে অবশ্যই যাবো। আশেপাশে যত ফুল পাবো , সব নিয়ে যাব। মিষ্টিও নিয়ে যাব।'
পাত্রী ৪৭ বছর বয়সী রিঙকু মজুমদার। দঃ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। শুক্রবার, নিউাউনে দিলীপ ঘোষের বাড়িতে চারহাত এক হয়েছে। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্য়বাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর, গরমাগরম আক্রমণ শানিয়ে এসেছেন তিনি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি ২০২১ সালে রিঙকুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের।এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি! যদিও, রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তাঁর বহু বছর আগে থেকেই! ২০১৩ সালে।
অন্য় ইস্য়ুতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।' দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন,'অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে।'






















