India Coronavirus : দেশে করোনায় একলাফে ৩৮ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু
India Coronavirus News Updates: এবার কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ৯৬টি দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের তালিকায় ৮টি ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে
নয়াদিল্লি : দেশে করোনায় একলাফে ৩৮ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৬৬।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ৪৭ জন। একদিনে ১১ হাজার ৯৬১ জন সুস্থ হয়েছেন
আরও পড়ুন : ভারতের কোভ্যাকসিন এবং কোভিশিল্ডকে স্বীকৃতি বিশ্বের ৯৬টি দেশের
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর, এবার কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ৯৬টি দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের তালিকায় ৮টি ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতে তৈরি কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। এর পাশাপাশি, যে ৯৬টি দেশ কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে তার মধ্যে আমেরিকা, ব্রিটেন ছাড়াও রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া, সুইত্জারল্যান্ড-সহ আরও কয়েকটি দেশ। এর ফলে শিক্ষা, বাণিজ্য ও পর্যটন সংক্রান্ত বিষয়ে বিদেশযাত্রা সহজ হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
রাজ্যে করোনাগ্রাফ
রাজ্যে ফের বেড়েছে করোনা (Coronavirus)। দৈনিক সংক্রমণ এদিন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সোমবারের থেকে অনেকটাই বাড়ল সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Bulletin) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮৮। সোমবার এই সংখ্যা ছিল ৬০৩। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯। রবিবারের বুলেটিন অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭২৩ জন। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের (Corona affected) সংখ্যা ছিল ৬৭০ জন।
মঙ্গলবারের তথ্য অনুসারে, তা আগের ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৫২ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৭৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্তের সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৭ হাজার ৯১৬।