সিটের চেয়ারম্যান হিসেবে সাম্মানিক ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
সাম্মানিক অর্থ না নিলেও, সিটের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন তিনি।
সৌভিক মজুমদার, কলকাতা: সিটের চেয়ারম্যান হিসেবে সাম্মানিক ১০ লক্ষ টাকা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই অর্থ নিতে অস্বীকার করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। সাম্মানিক অর্থ না নিলেও, সিটের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন তিনি।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সাম্মানিক অর্থ নিতে অস্বীকার করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। সাম্মানিক ১০ লক্ষ টাকা নেবেন না বলে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, সাম্মানিক অর্থ না নিলেও, সিটের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন তিনি।
কলকাতা হাইকোর্টের নির্দেশে, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেছে নবান্ন! আর SIT’এর মাথায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে নিয়োগ করে আদালত। তিনি SIT’এর তদন্তের তদারকি করবেন।
সিটের চেয়ারম্যান হিসেবে সাম্মানিক ১০ লক্ষ টাকা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই টাকা নিতেই অস্বীকার করেছেন বিচারপতি চেল্লুর। কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর। পরে, তিনি কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন।
কলকাতা হাইকোর্টের পরে বম্বে হাইকোর্টেরও প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি। বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি চেল্লুর। নারদকাণ্ডের মূল মামলার শুনানি হাইকোর্টের তত্কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের এজলাসেই হয়েছিল। তাঁর এজলাসেই হয়েছিল পোস্তা উড়ালপুল ভাঙা সংক্রান্ত জনস্বার্থ মামলা। MPS, টাওয়ার গ্রুপ-সহ একাধিক চিটফান্ড মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে গঠিত সিট-এর মাথায় রয়েছেন কলকাতা ও বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তিনি সিট-এর তদন্তের তদারকি করবেন। আদালত সূত্রে খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়ার কারণে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই নিয়োগের সিদ্ধান্ত নেয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এর আগে নারদকাণ্ডের মূল মামলার শুনানি হাইকোর্টের তত্কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের এজলাসেই হয়েছিল।
ভোট পরবর্তী অশান্তির তদন্তভার নেওয়ার একসপ্তাহের মাথায় রামপুরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গতকালই ভোট পরবর্তী অশান্তির মামলার তদন্তে ১০ আইপিএস-কে নিয়ে সিট গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।