Mamata Banerjee: মহাত্মা গাঁধীর নামে তমলুকে বিশ্ববিদ্যালয়, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: শিক্ষাক্ষেত্রে আরও প্রসারের লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। এদিকে, ফের কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের জুটি। পুরনো টিমের হাতেই কলকাতার দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: জাতির জনক মহাত্মা গাঁধীর নামে তমলুকে বিশ্ববিদ্যালয় হচ্ছে। নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে আরও প্রসারের লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। এদিকে, আবার কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের জুটি। পুরনো টিমের হাতেই কলকাতার দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে, কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। তাঁর ডেপুটি হলেন অতীন ঘোষই। এদিন নবান্নে এরপরই মমতা বলেন, ''নেতাজি সংক্রান্ত সব তথ্যই আমরা প্রকাশ করেছি। ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান। আগামী বছর রেড রোডে হবে বিশ্ব সঙ্গীত মেলা।''
ডেপুটি মেয়রে পাশাপাশি, অন্যতম মেয়র পারিষদ করা হয়েছে অতীন ঘোষকে। একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ১৩ জন মেয়র পারিষদের নাম। ডেপুটি মেয়রে পাশাপাশি, অন্যতম মেয়র পারিষদ করা হয়েছে অতীন ঘোষকে। অন্য মেয়র পারিষদরা হলেন, দেবাশিস কুমার,দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সী, আমিরুদ্দিন ববি,মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা ,অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম এবং জীবন সাহা।
এবার মেয়র পারিষদ পদে চারজন নতুন মুখকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন, সন্দীপরঞ্জন বক্সী,মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জীবন সাহা। মেয়র পারিষদ পদে নতুন মুখ আনার পাশাপাশি, বরো চেয়ারম্যানে পদে একাধিক বদল হয়েছে।১৬টি বরো চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে, আনা হয়েছে ১০ জনকে।
কলকাতা পুরসভার নতুন চেয়ারপার্সন হলেন মালা রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর নাম ঘোষণা করলেন সুব্রত বক্সি। দায়িত্ব পাওয়ার পর মালা রায় বলেন, ''বিরোধীদের যথাযথ মর্যাদা আমরা দিয়েছি। বিরোধীরাও যাতে হাউসে নিরপেক্ষভাবে বলতে পারে এবং আমারও ভূমিকা থাকতে নিরপেক্ষভাবে তাঁদের প্রতি সমান নজর দেওয়া। সমান গুরুত্ব দেওয়া, সেটা দেখব।''
আরও পড়ুন: কলকাতা পুরসভার নতুন দলনেতা ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ