Mamata Banerjee: ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠানের ভাবনা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: এদিকে, কলকাতার নতুন মেয়র পদে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরসভা পরিচালিত হবে। বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম(firhad hakim)।
কলকাতা: কলকাতা পুরভোটে বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বারের জন্য় মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম (firhad hakim)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নেতৃত্বে নতুন পুরসভা তৈরি হয়েছে। এরপরই নবান্নে (nabanna) সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ''২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়াও, আগামী বছর রেড রোডে হবে বিশ্ব সঙ্গীত মেলা হবে। শ্যামবাজারে জয়তু নেতাজি নামে হবে পদযাত্রা। মনীষীদের জন্মদিনে আলো দিয়ে বিশেষ ভাবে সাজানো হবে।'' তিনি আরও বলেন, ''১৫ অগাস্ট থেকে ৭ দিন মনীষীদের স্মরণ করার প্রস্তাব। স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটাইজ করা হবে। পলাশীর যুদ্ধ থেকে মহাবিদ্রোহ, পাঠ্যপুস্তকে রাখতে হবে। ইতিহাসকে বিকৃত করা যাবে না।''
এদিকে, কলকাতার নতুন মেয়র পদে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরসভা পরিচালিত হবে। বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়।
২০০০ সাল। প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম। এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন। দিনে দিনে দায়িত্বও বেড়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক, মন্ত্রী,মেয়র। ২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে মেয়রের দায়িত্ব। পিছু তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। ফিরহাদের চ্যালেঞ্জিং জব। এবার পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে ছিলেন বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত , কংগ্রেসের প্রার্থী হয়েছেন অনিমেষ ভট্টাচার্য, ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন প্রতাপ সোনকার।