Dengue Death: বরানগরে মামারবাড়িতে গিয়ে জ্বর, মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের
চিকিৎসকদের দাবি, চেষ্টা সত্ত্বেও, যুবককে বাঁচানো যায়নি।
কলকাতা: করোনা আবহে এবার ডেঙ্গির দাপট। পিয়ারলেস হাসপাতালের মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত এক যুবকের। মৃতের নাম অভিরূপ সাহা। বাড়ি জেমস লং সরণীতে। পরিবার সূত্রে খবর, সম্প্রতি বরানগরে মামারবাড়িতে গিয়েছিলেন যুবক। এরপরই জ্বর আসে। গত সোমবার, পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। হাসপাতাল সূত্রে খবর, যুবকের প্লেটলেট ৮-৯ হাজারে নেমে আসে। চিকিৎসকদের দাবি, চেষ্টা সত্ত্বেও, যুবককে বাঁচানো যায়নি।
পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক অজয় সরকার জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। তাতেই মৃত্যু হয়েছে। কোভিড ভেবে সবাই দেরি করছে। রিপোর্ট আসতে দেরি হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল।
করোনা আবহের মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। সেপ্টেম্বরের শুরুতেই কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতে একদিনে তিন জনের শরীরে ডেঙ্গুর অস্তিত্ব ধরা পরে। তার মধ্যে একটি তিন বছরের শিশুও ছিল।
করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে রাজ্য। তার মধ্যেই বাড়ছে ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়ার (Malaria) মতো মশাবাহিত রোগের প্রকোপ। করোনা আবহের মধ্যেই বৃষ্টির হাত ধরে ডেঙ্গির বিপদ চোখ রাঙাচ্ছে। জমা জল ডেঙ্গির মশার আঁতুড়ঘর। কয়েকদিনের বৃষ্টিতে সেই আঁতুড়ঘরের সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায়।
কোন্নগর বাসাই গ্রাম কানাইপুর কলোনী ও নপাড়ায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছেন সকলেই। পুজোর আগে তাই চিন্তায় উত্তরপারা-শ্রীরামপুর ব্লক প্রশাসন। ডেঙ্গু ধরা পড়ার খবর পেয়ে আজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর থেকে এলাকা পরিদর্শনে যান আধিকারিকরা। অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সন্দীপ ঘোষ, উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের বিডিও দীপাঞ্জন সরকার ও কানাইপুর বিএমওএইচ এস পট্টনায়েক পঞ্চায়েতে বৈঠক করেন। ডেঙ্গুর মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় নির্দেশ দেন।জ্বর হলেই রক্ত পরীক্ষা যাতে হয় তা দেখতে বলেন স্বাস্থ্য কর্মীদের।
আরও পড়ুন: শিশুদের জ্বরের ২০ শতাংশই RS ভাইরাসের কারণে, মত চিকিৎসকদের একাংশের
আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সামান্য কমলেও বাড়ল দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা