Lok Sabha Polls 2024: ভোটের আগে মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ কমিশনের, মুখ্যমন্ত্রী বললেন..
EC On DIG Murshidbad : ভোটের আগে রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন, কী বললেন মুখ্যমন্ত্রী ?
রুমা পাল, রাজীব চৌধুরী ও অরিত্রিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে, এবার, মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানায় বিরোধীরা। অশান্তি হলে দায় নিতে হবে কমিশনকে, পাল্টা মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী। ভোটের আগে রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (EC) । মুর্শিদাবাদ রেঞ্জের DIG, মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য়ের মুখ্য় সচিবকে চিঠি দিল কমিশন। ভোটের আগে এই নির্দেশ ঘিরে তুঙ্গে রাজনীতি।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল তার নাম মুকেশ কুমার। কথাটা শুনতে খারাপ লাগতে পারে। পুলিশের ড্রেসে বলেছি। মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিতার অফিসার। তিনি IPS, নিশ্চয়ই শিক্ষিত, কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা ক্রাইম। বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে মুকেশ। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। হ্য়াঁ। পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যাতে হিন্দু মুসলমানে বিভাজিত হয়ে যায়। আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত করে দিল, আগামীদিনে নির্বাচন নিরপেক্ষ হবে।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আজ আমার এক DIG-কে মুর্শিদাবাদ থেকে চেঞ্জ করে দিয়েছে। যদি মুর্শিদাবাদে কোনও দাঙ্গা হয়, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আপনারা একটার পর একটা অফিসার চেঞ্জ করছেন পশ্চিমবঙ্গে, এই কারণে, যাতে বিজেপির সুবিধা হয়। একটা দাঙ্গা হোক, আমরা আপনাদের বলব। কারণ আমাদের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশন দেখছে। আমাদের কথা শোনা হচ্ছে না। আমি এসবে ভয় পাই না। আমি লড়তে জানি। আমি ভীতু নই মনে রাখবেন।
আরও পড়ুন, তামিলনাড়ুর গ্রামগুলির নামেও রয়েছেন প্রভু রাম : প্রধানমন্ত্রী
বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এর আগে, ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্য়েই রাজ্য পুলিশের ডিজি-র পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সরানো হয় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককেও। সরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী। এবার আরও এক IPS অফিসারকে সরাল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের DIG হিসাবে তিনটি নাম কমিশনের কাছে পাঠিয়ে রাজ্য় সরকার। তারা হলেন ২০০৭ ব্য়াচের IPS অফিসার ওয়াকার রাজা, ২০০৬ ব্য়াচের IPS রণেন্দ্রনাথ বন্দ্য়োপাধ্য়ায় এবং ২০০৯ ব্য়াচের IPS অফিসার দেবস্মিতা দাস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।