মারণ মাঞ্জার বিপদ রুখতে মা ফ্লাইওভারের ওপর শুরু বেষ্টনী দেওয়ার কাজ
মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারের ওপর শুরু হল, বেষ্টনী দেওয়ার কাজ।
ব্রতদ্বীপ ভট্টাচার্য, কলকাতা: একের পর এক দুর্ঘটনা মা ফ্লাইওভারের। কারণ মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে দেওয়া হচ্ছে ফেন্সিং। তার জেরে রাত ১১টা থেকে, ভোর ৫টা পর্যন্ত, আগামী ১৫ দিন, বন্ধ থাকবে উড়ালপুলের ওপর যান চলাচল। কাইট স্ট্রিং বেরিয়ার। মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারের ওপর শুরু হল, বেষ্টনী দেওয়ার কাজ।
এর জন্য, বুধবার থেকে আগামী ১৫দিন, অর্থাত্ ২২ তারিখ পর্যন্ত, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের ওপর যান চলাচল। সূত্রের খবর, গত ৩ মাসে মা ফ্লাইওভারের ওপর, চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী।
কেউ মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান। কারও নাক মুখ কেটে যায়। গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা কমাতে, ফ্লাইওভারের দু’দিকে ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করে KMDA। এর আগে, পরীক্ষামূলকভাবে কিছু অংশে বেরিয়ার দেওয়া হয়। এবার, টেন্ডার ডেকে, শুরু হল ফেন্সিং লাগানোর কাজ। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁদিক ঘেঁষে, ফ্লাইওভারের ৯০০ মিটারের ধারে, বসানো হচ্ছে বেষ্টনী।
KMDA-র তরফে জানানো হয়েছে, সেতুর পুরোটা ঘিরলেও, তা সেতুর স্বাস্থ্যে সেরকম কোনও প্রভাব ফেলবে না। সূত্রের খবর, এই ফেন্সিং লাগানো নিয়ে, বিস্তর পরীক্ষা নিরীক্ষা করে KMDA-র টেকনিকাল এক্সপার্ট টিম।
প্রথমে ঠিক হয়, পলি কার্বোনেট শিট দিয়ে ফ্লাইওভারের দুর্ঘটনাপ্রবণ অংশ ঢেকে দেওয়া হবে।
কিন্তু ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ার কথা ভেবে সেই পরিকল্পনা বদলাতে হয়। এরপর পুরোটা নেট দেওয়ার কথাও ভাবা হয়। শেষমেষ ভাবা হয় এই ধরণের কেবলের কথা। KMDA সূত্রে খবর, ফ্লাইওভারের একদিকে ফেন্সিংয়ের কাজ শেষ হওয়ার পরই, দ্বিতীয় টেন্ডার ডেকে পরবর্তী কাজ শুরু করা হবে।
আরও পড়ুন: Dakshin Dinajpur: রেশন তুলতে গিয়ে মাথায় ভাঙল শেড, আহত ৮ গ্রাহক
আরও পড়ুন: পরিচিতর হাতেই খুন বেহালার মা-ছেলে! নেপথ্যে একাধিক আততায়ী থাকার অনুমান পুলিশের