Murshidabad News: 'ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব' পুলিশকে হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে
ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব। তখন বুঝতে পারবে হুমায়ুন কবির কী জিনিস। শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে এভাবেই ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি।
মুর্শিদাবাদ: ফের বিতর্কে হুমায়ুন কবূর (Humayun Kabir)। সরাসরি পুলিশকে (Police) হুমকি মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের (Bharatpur) তৃণমূল (TMC) বিধায়কের। ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব। তখন বুঝতে পারবে হুমায়ুন কবীর কী জিনিস। শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে এভাবেই ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি। ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
বিধায়কের অভিযোগ, গত বিধানসভা ভোটে ভরতপুরে তাঁকে হারাতে তৃণমূলের (TMC) তিন ব্লক সভাপতি কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) সঙ্গে হাত মেলান। বিধায়কের দাবি, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ষড়যন্ত্রকারী ওই তিন নেতার অনুষ্ঠানে পুলিশ অনুমোদন দিলেও, ভরতপুর থানার সামনে বিধায়কের অনুষ্ঠানে পুলিশের ( Murshid) অনুমতি মেলেনি। একইসঙ্গে ওসি-র বিরুদ্ধে দলের ওই নেতাদের যোগসাজশে দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
দলীয় কর্মিসভায় যা বলার বলেছি। ওসিকে হুমকি দিইনি। তবে কাজটা উনি ঠিক করেননি, ভাইরাল ভিডিও সামনে আসার পর প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের।
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। বহরমপুর পুরসভা দখলের অঙ্গীকার করতে গিয়ে সরাসরি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হুমায়ুনের মন্তব্য দলের মন্তব্য নয়, বিতর্কের মুখে সাফাই দেয় তৃণমূলের জেলা নেতৃত্ব।
বহরমপুর পুরসভা দখলের প্রতিজ্ঞা করতে গিয়ে একেবারে পুরবাসীদের হুমকি! বিতর্কে জড়ান মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
দ্বিতীয় দফার উপনির্বাচন পর্ব মিটল, পুরভোটের ডঙ্কা বাজতে পারে রাজ্যে। তুঙ্গে এমনই জল্পনা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বহরমপুর শহরে হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে বহরমপুর পুরসভা জেতার জন্য জনসাধারণের ওপর বলপ্রয়োগের হুমকি দেন জনপ্রতিনিধি হুমায়ুন!
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমাদের সব থেকে প্রেস্টিজ ফাইট, বহরমপুর আমাদের চাই-ই চাই। কোনও আপোস নয়। রাজ্যের নেতারা আমাদেরকে বলে, বহরমপুরে কেন ভোট আমাদের হয় না? আমরা কিন্তু এই চালাকির জবাব আগামী দিনে দিতে চাই বহরমপুরের মানুষকে। তৃণমূলের নেতৃত্বে জোড়া ফুলের প্রতীকে ২৮ জন প্রার্থীর ২৮ জনকে না জেতাতে পারলে, মিনিমাম আমাদের টার্গেট টোয়েন্টি।'
তিনি আরও বলেন, '২০টি আসন আমাদেরকে জিততেই হবে। তার জন্য আঙুল বাঁকানোর প্রয়োজন হলে আমরা কিন্তু আঙুল বাঁকাব। ভদ্রতা দেখিয়ে যদি না হয়, নম্রতা দেখিয়ে যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করে আমরা বহরমপুর পুরসভা নির্বাচনে জিতবই জিতবই।'