Petrol Diesel Price in Kolkata: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, এই নিয়ে টানা ১২ দিন
বাংলাতে প্রশ্ন একটাই, ভোটের আগেই কি পেট্রোল সেঞ্চুরি হাঁকাবে?
কলকাতা: আজ নিয়ে টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দামও লিটারপ্রতি ৩৭ পয়সা বাড়ল।
দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা।
এই বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭ টাকা ১২ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা।
মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিছু জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে! প্রতিবাদে রাজ্যজুড়ে ৬ ঘণ্টা ধর্মঘটের ডাক কংগ্রেসের। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে ধর্মঘট।
বাংলাতেও প্রশ্ন একটাই, ভোটের আগেই কি পেট্রোল সেঞ্চুরি হাঁকাবে?
ভোটের আগে যখন রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা, তখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে পাল্টা রাস্তায় নামছে তৃণমূল।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গতকালই শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা হয়। একটি বাইকেও আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
আজ ও কাল কলকাতা ও জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসকদল। আজ সকাল ১১টা নাগাদ চিনার পার্কে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি রয়েছে।
অন্যদিকে, দুপুর ৩টেয় দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল। যাদবপুর থানা থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকালও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের।
বেহালায় ৩এ বাস স্ট্যান্ড থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল। মিছিল শুরু হবে দুপুর ৩টেয়। এছাড়াও, কাল উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার মিছিল করবেন তৃণমূল কর্মীরা।
সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। এলপিজি-র মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গ জননীর কর্মীরা।
ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের আলাদা কর্মসূচি রয়েছে।
লাগাতার এইভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।