PM Modi: বাঙালি অস্মিতা বাঁচাতে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস, কী বললেন প্রধানমন্ত্রী ?
Modi On Bengali Harassment Controversy: বিরোধীদের তোলা অভিযোগ নিয়ে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ?

ঝিলম করঞ্জাই, রুমা পাল ও রাজীব চৌধুরী, কলকাতা: বাঙালি অস্মিতা বাঁচাতে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস ও সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। সল্টলেকে অসম ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস। প্রায় একই সময়ে শিয়ালদা থেকে মিছিল করে এসে ওড়িশা সরকারের উৎকল ভবনে SDPI জমা দিল ডেপুটেশন। যদিও বিরোধীদের তোলা অভিযোগ খারিজ করে দিয়ে বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান দেয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, 'জয় শ্রীরাম' নয়, দুর্গাপুরের সভায় মোদির মুখে শোনা গেল 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিজেপির জন্য বাংলা অস্মিতা সর্বোপরি। বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালিদের ওপরে আপনাদের এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের? তৃণমূল বোঝানোর চেষ্টা করছে, তারাই বাঙালিয়ানার রক্ষাকর্তা। পাল্টা বিজেপির দাবি, বাঙালি অস্মিতাকে তারাই সবচেয়ে ভাল বোঝে।আর দু দলের এই দাবি পাল্টা দাবির মধ্য়েই ভিন রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ফের আন্দোলনে নামল কংগ্রেস। শুক্রবার দুপুর ৩টে নাগাদ সল্টলেকের অসম ভবনে গিয়ে বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেস নেতারা। কংগ্রেস এখন তৃণমূলের উচ্ছিষ্টভোগী। তাই একইরকম প্রতিবাদ করছে। বিজেপির পাশাপাশি তৃণমূলকেও একই বন্ধনীতে ফেলে আক্রমণ শানান অধীর চৌধুরী।
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যাঁরা বাইরে আছে, তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীর এখন কেন ঘুম ভাঙছে? অর্থাৎ, রাজ্যের বাইরে বিজেপির ফায়দা হোক, রাজ্যের মধ্যে দিদির ফায়দা হোক। অঙ্কটা এরকম। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে, শুক্রবার শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে লেনিন সরণিতে এসে উৎকল ভবন ঘেরাও করে সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া।বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় এর াজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ।






















