Primary Teacher Recruit: গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মধ্যেই প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ
Primary Teacher Recruit: ৪৭৪ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরও ৭৩৮টি শূন্যপদে নিয়োগ হবে, জানালেন পর্ষদ সভাপতি।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গ্রুপ ডি (Group D) নিয়োগে বিতর্কের মধ্যেই এবার প্রাথমিকে (Primary) মেধা তালিকা প্রকাশ। ৪৭৪ জনকে প্রাথমিক শিক্ষক পদে (Primary Teacher Recruit) নিয়োগ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরও ৭৩৮টি শূন্যপদে নিয়োগ হবে, জানালেন পর্ষদ সভাপতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "পুজোর আগে ও পরে মিলিয়ে হবে ৩২ হাজার শিক্ষর নিয়োগ হবে। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক।" রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল। কিন্তু, সমস্ত শূন্য পদে নিয়োগ হয়নি। চাকরির দাবিতে পথে নামেন প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশ। এই প্রেক্ষাপটে নিয়োগের পথে হাঁটল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৪৭৮ টি শূন্যপদের জন্য ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করেছে পর্ষদ।
যাঁরা অফলাইনে আবেদন করেন এবং যাঁরা অনলাইন আবেদন করার পরেও মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না তাঁদের মধ্যে থেকে প্রকাশ করা হয়েছে মেধা তালিকা। এঁরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা নিজের জেলায় চাকরি করতে পারবেন, তাঁরা বৃহস্পতিবার থেকে নিয়োগপত্র পাবেন। আরও ৭৩৮টি শূন্যপদ আগামী দিনে পূরণ করা হবে।
আরও পড়ুন, মা ছাড়া ভর্তি করা যাবে না শিশুকে, NRS থেকে অসুস্থ সন্তানকে নিয়ে ফিরলেন অসহায় বাবা
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, "মেধার ভিত্তিতে ৪৭৮টি পদ পূরণ করব। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। কাল থেকে নিয়োগ প্রক্রিয়া চালু হবে। অধিকাংশ প্রার্থী আগের তালিকায় আসতে পারেননি তারা অন্তর্ভুক্ত হয়েছেন।"
স্কুলে চতুর্থ শ্রেণির নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই অনুসন্ধানের নির্দেশের ওপর ৩ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঠিক তখনই প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার কথা ঘোষণা করল পর্ষদ। যদিও প্রাথমিক টেটের রেজাল্ট কবে বেরোবে তা স্পষ্ট নয়।