টিএমসিপি-র গোষ্ঠীসংঘর্ষ; অভিযোগ জানাতে গিয়ে ভবানীপুর থানায় উত্তেজনা, মাথা ফাটল অ্যাডিশনাল ওসির
এমসিপি-র গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ জানাতে গিয়ে ভবানীপুর থানায় উত্তেজনা, মাথা ফাটল অ্যাডিশনাল ওসির
![টিএমসিপি-র গোষ্ঠীসংঘর্ষ; অভিযোগ জানাতে গিয়ে ভবানীপুর থানায় উত্তেজনা, মাথা ফাটল অ্যাডিশনাল ওসির TMCP clash; Tensions erupted at Bhawanipur police station when they went to lodge a complaint, Additional OC injured টিএমসিপি-র গোষ্ঠীসংঘর্ষ; অভিযোগ জানাতে গিয়ে ভবানীপুর থানায় উত্তেজনা, মাথা ফাটল অ্যাডিশনাল ওসির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/10/3d014fc92309902f9b8555b20791a25d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তৃণমূল ছাত্রপরিষদের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শ্যামাপ্রসাদ কলেজ। ক্যাম্পাস থেকে সংঘর্ষ গড়াল ভবানীপুর থানা চত্বরে। থামাতে গিয়ে ইটবৃষ্টিতে রক্তাক্ত হলেন অ্যাডিশনাল ওসি। পুলিশ সূত্রে খবর, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন কর্মসূচি ছিল টিএমসিপি-র। সেই কর্মসূচির পর রাত ৮টা নাগাদ দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক গোষ্ঠী অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে হাজির হয় অপর গোষ্ঠীও। শুরু হয় মারামারি। সংঘর্ষ থামাতে যান অ্যাডিশনাল ওসি রাজীব সাহু। তখন ইটবৃষ্টি শুরু হলে মাথা ফেটে যায় তাঁর। এসএসকেএমে ভর্তি করা হয়েছে আহত অ্যাডিশনাল ওসিকে। ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে। সংঘর্ষ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি টিএমসিপির।
বিস্তারিত আসছে...
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)