Weather Update: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কাল থেকেই শীত শহরে?
কাল থেকে আবহাওয়ার (Weather Report) উন্নতি, পরিষ্কার হবে আকাশ, নামবে তাপমাত্রা (Temparature)।
কলকাতা: উপকূলবর্তী জেলা (coastal Area) ও কলকাতায় (Kolkata) হালকা বিক্ষিপ্ত বৃষ্টি (Rainforcast)। কাল থেকে আবহাওয়ার (Weather Report) উন্নতি, পরিষ্কার হবে আকাশ, নামবে তাপমাত্রা (Temparature)।
আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছিল সে সময়ে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকেই। যদিও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলেছে লক্ষ্মীপুজোর পরেও।