WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৯১৪, মৃত্যু ১৫ জনের
৩১ অক্টোবরে রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর সংখ্যা ৮,২৯৬ জন।
কলকাতা: রাজ্য়ে সামান্য কমল করোনার (Corona) সংক্রমণ। গতকাল রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৮০। আজকের বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমি (Covid Update)ত হলেন মোট ১৫,৯২,৯০৮ জন।
পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। কাল মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,১৪১ জন। ৩১ অক্টোবরে (October) রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর (Active Corona Case) সংখ্যা ৮,২৯৬ জন।
অন্যদিক স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Health Bulletin) বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৯১৩ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫,৬৫,৪৭১ জন।
দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সক্রিয় রোগীর সংখ্যা গত ৮ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৬ জনের।
একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৩০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮৪২ জন। একদিনে ১৪ হাজার ৬৬৭ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৯৪ হাজার ৪৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ৪৮।
আরও পড়ুন: Howrah: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ায়, পরিবারে শোকের ছায়া