WB Corona Cases: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৯৮২, মৃত্যু ৮ জনের
২৯ অক্টোবরে রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ১১৪ জন।
কলকাতা: গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৯৯০ জন। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৮২ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৯১,০১৪ জন। ২৯ অক্টোবরে রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ১১৪ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,১১৩ জন। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৬০ জন।
কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ২৭৩ জন, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৬১ জন, মৃত্যু হয়েছে ২ জনের।
দীপাবলির আগে দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। দৈনিক মৃত্যু প্রায় ১০ শতাংশ বেড়ে ফের হাজারের কাছাকাছি। পরিসংখ্যান বলছে, গত দু’দিনে দৈনিক মৃত্যু বেড়েছে ৩৫ শতাংশের বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৪৮। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭।
অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২ জন। একদিনে ১৩ হাজার ১৯৮ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৭৯ হাজার ৮৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৫৪ লক্ষ ৭৪ হাজার ১২২।
আরও পড়ুন: WB Covid Restriction Update: কালীপুজো-ছটপুজোয় শিথিল নৈশ নিয়ম, ছাড় বাড়ল রেস্তোরাঁ থেকে বিয়েবাড়িতে
আরও পড়ুন: Dinhata: মনোনয়ন পর্ব থেকেই চলছে সংঘাত, ভোটের মুখে তীব্র সংঘাত, উপনির্বাচনে বাড়তি নজর দিনহাটায়