এক্সপ্লোর
Advertisement
কেরলে বিয়ের স্বপ্ন ভেস্তে যাচ্ছিল মার্কিন তরুণীর, সাহায্যে রাষ্ট্রপতি স্বয়ং
রাষ্ট্রপতির নির্দেশে এরপরই তাঁর অফিস সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেয়, হোটেলের হলে বিয়ের অনুষ্ঠানে কোনও বাধা না দিয়েই নিরাপত্তার আয়োজন করতে হবে। ফলে নিরাপদে হতে চলেছে আজকের বিয়ে।
নয়াদিল্লি: মার্কিন নাগরিক অ্যাশলে হলের বহুদিনের ইচ্ছে, বিয়ে করবেন কেরলে। সেইমতো বিয়ের তারিখ পাকা, ঠিক পাঁচতারা হোটেলও। কিন্তু স্বপ্ন ভেস্তে যাচ্ছিল তাঁর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেদিনই ওই হোটেলে এসে ওঠার কথা, ফলে নিরাপত্তার খাতিরে বিয়ে বাতিল করার কথা ওঠে। তখন এগিয়ে আসেন স্বয়ং রাষ্ট্রপতি।
অ্যাশলে বেশ কয়েকমাস ধরে ঠিক করেছিলেন, কোচিনের একটি পাঁচতারা হোটেলে বিয়ে করবেন তিনি। বিয়ে হওয়ার কথা মঙ্গলবার অর্থাৎ আজ। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারেন, মঙ্গলবার রাতে বিয়ের জন্য হোটেলের হল পাওয়া যাবে না। রাষ্ট্রপতি লাক্ষাদ্বীপ যাওয়ার পথে এদিনই এক রাতের জন্য ওই হোটেলে এসে উঠছেন। নিরাপত্তা আধিকারিকরা তাই কোনও অনুষ্ঠান এই রাতে তাজে হওয়ার অনুমতি দিচ্ছেন না। নিরুপায় অ্যাশলে বাধ্য হয়ে টুইট করেন খোদ রাষ্ট্রপতি ভবনকে। বলেন, আপনারা কিছু করতে পারবেন, যাতে আমাদের বিয়েটা ওই হোটেল থেকে সরাতে না হয়?
Hey @rashtrapatibhvn- anything you can do to help us with your security team so that we don’t have to move our wedding from the @Taj_Cochin in under 48 hours? https://t.co/0S5y9az9Hk
— Ashley Hall (@hall_ash) January 5, 2020
রাষ্ট্রপতির নির্দেশে এরপরই তাঁর অফিস সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেয়, হোটেলের হলে বিয়ের অনুষ্ঠানে কোনও বাধা না দিয়েই নিরাপত্তার আয়োজন করতে হবে। ফলে নিরাপদে হয়েছে আজকের বিয়ে। অ্যাশলে ধন্যবাদ জানিয়েছেন হোটেল আধিকারিক ও সরকারি আধিকারিকদের। বলেছেন, তাঁর আশা, রাষ্ট্রপতির আশীর্বাদে তাঁদের বিবাহ সত্যিই শুভ হবে।
What a whirlwind! I am simply blown away by the generosity and kindness of His Excellency @rashtrapatibhvn. The incredible staff at @Taj_Cochin has made our wedding absolutely unforgettable. Thank you to those following, I’ve learned so much. Atithi Devo Bhava🙏🏽 #AshWedsAbhi https://t.co/qPvPX6kKIU pic.twitter.com/aNIt4woSB6
— Ashley Hall (@hall_ash) January 7, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement